মেহেরপুরে পৃথক ২ টি মামলায় ২জনের কারাদন্ড

মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক ২ টি মামলায় ২জনকে কারাদÐ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো: শাহিন রেজার আদালত যৌতুক নিরোধ আইনে মহির উদ্দিন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড দেন।
মহির উদ্দিন নাটোর জেলার লালপুর উপজেলার কলোশনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মহির উদ্দিন তার স্ত্রীর কাছে যৌতুকের দাবি করায় তার স্ত্রী মামলা দায়ের করেন।
এদিকে একই দিনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মাসুদ জমিজমা সংক্রান্ত বিষয়ে মারামারি মামলায় গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে আনসার আলিকে ১ বছর ৬ মাসের কারাদন্ড দেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে জেএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আসন্ন জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনি সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন, শিক্ষক আনিসুজ্জামান, খুরশিদ আলম প্রমুখ।

সভায় মেহেরপুর জেলার সকল জেএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহŸান জানানো হয়।

এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক মো: আতাউল গনি জানান।

নিজস্ব প্রতিনিধি




ছহিউদ্দীন স্মৃতি ফুটবলে বিপ্লবের হ্যাটট্রিকে বিশাল ব্যবধানে ভাটপাড়া জয়ী

বিপ্লবের হ্যাটট্রিকের সুবাদে বড় ব্যবধানে জয়লাভ করে মেহেরপুরের ভাটপাড়া একাদশ ৩য় দল হিসাবে মোমিনপুর ছহিউদ্দীন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনাল খেলা ভাটপাড়া একাদশ ৬-১ বলে বিশাল ব্যবধানে চুয়াডাঙ্গা হাজরাহাটি একাদশকে পরাজিত করে।
প্রথমার্ধের বিপ্লব ও সাগরের জোড়া গোলের সুবাদে ৪-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বিপ্লব তার হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি ইউসুফের ১টি গোল করে গোলের ব্যবধান ৬ এ নিয়ে যায়। পরে হাজরাহাটি একাদশ দলের পক্ষে সাজন ১টি গোল করে গোলের ব্যবধান কমায়।
খেলাই বিপ্লব ও ইউসুফ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। খেলা শেষে উপজেলা চেয়ারম্যান মোমিনুল ইসলাম পুরস্কার বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম লিটন, মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক রিপন, কৃষক লীগের সহ-সভাপতি আ: মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ফেনসিডিল মামলায় এক ব্যক্তির ২ বছরের জেল

ফেনসিডিল রাখার অভিযোগে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মো: কেরামত আলী এ রায় দেন।
কামাল হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। ২০১৪ সালের মেহেরপুর ডিবি পুলিশের একটি দল ৮ বোতল ফেন্সিডিলসহ কামাল হোসেনকে আটক করে। ওই ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের শেখ পাড়াই জমি জমা সংক্রান্ত বিরোধে ইজিবাইক ভাঙচুর

পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর শহরের শেখ পাড়ার আসাদুল নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর করা সহ একটি ইজিবাইক ভাঙচুর করেছে।
মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

শেখপাড়ার শান্ত মীরের ছেলে আসাদুল এর সাথে প্রতিবেশী উজির শেখ ছেলে হিরোকের মধ্যে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে হীরকের নেতৃত্বে তার লোকজন আসাদুলের বাড়িতে হামলা চালিয়ে আসাদুলের স্ত্রী ও মাকে আহত করে এবং আসাদুলের একটি ইজিবাইক ভাঙচুর করে। আসাদুল বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেছে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে হোটেল ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে ওজন কম ও পরিমাপ যন্ত্রের মাপ ঠিক না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক হোটেল ব্যবসায়ির কাছে থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল মঙ্গলবার সকালের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী হানিফ হোটেল এন্ড দধী ভান্ডার ওজন কম ও পরিমাপ যন্ত্রের মাপ ঠিক না থাকায় ওজন পরিমাপ ২০১৮ আইনে ভ্রাম্যমান আদলতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা পরিষদের উন্নয়ন মূলক কাজের সিডিউলের লটারী অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের জমা কৃত সিডিউলের লটারী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পরিষদের ১৪ টি প্যাকেজের ৯৭ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ রয়েছে। এ কাজের জন্য ৫৬ টি ঠিকাদার প্রতিষ্ঠান তাদের সিডিউল জমা দেন।

নিজস্ব প্রতিনিধি




স্বর্ণ পাচার মামলায় চুয়াডাঙ্গায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট দিয়ে স্বর্ণ পাচার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। কারাদÐপ্রাপ্ত আসামী হলো, ঢাকা গাজীপুর টঙ্গী থানার আরিচপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মুত্তালিব।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ শে মে সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করতে যায় পাসপোর্টধারী যাত্রী আব্দুল মুত্তালিব। ভারতে প্রবেশের আগে ভ্রমন প্রক্রিয়া কাজের সময় সন্দেহ হলে তাকে আটক করে দর্শনার স্থল ও শুল্ক কর্মকর্তারা।

পরে ওই যাত্রীর ব্যাগ তল্লাশী করে ১ কেজি ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ওইদিনই জব্দ হওয়া স্বর্ণসহ আব্দুল মুত্তালিবকে আসামী করে দামুড়হুদা মডেল থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম।

পরে একই বছরের ৩০শে জুন আব্দুল মুত্তালিবকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দামুড়হুদা মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জিএম ইমদাদুল হক। এরপর মঙ্গলর বিকেলে ১৪জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও যাচাই বাছাই শেষে আসামী আব্দুল মুত্তালিবকে দোষী সাবস্ত্য করে তার উপস্থিতিতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি (১)(এ) ধারায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

:চুয়াডাঙ্গা প্রতিনিধি




মুজিবনগরে ২৫ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ কামাল নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

গত সোমবার রাতে আনন্দবাস গ্রামের ফরিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল ওরফে অটো আনন্দবাস গ্রামের মৃত সলি বিশ্বাসের ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে কামাল নামের একজনকে আটক করা হয় । এসময় তার কাছে থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে মুজিবনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
-মুজিবনগর অফিস




আমঝুপি প্রজন্ম সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কবরস্থানের পাশে আমঝুপ প্রজন্ম সংগঠনের উদ্যোগে ১০০টি বকুল গাছের চারা রোপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপনের উদ্বোধন করেন।

প্রজন্ম সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিশু কিশোর সংস্কৃতি ও নাট্য সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান (লিটন), “আমাদের আমঝুপি” সংগঠনের মুখপাত্র মিরাজ আহমেদ, সাংবাদিক শহিদুল ইসলাম । এসময় প্রজন্ম সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রজন্ম সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রযাত প্রধান শিক্ষক মরহুম মামুন ইসলাম মুকুলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এ কর্মসুচী গ্রহন করা হয়।
-আমঝুপি প্রতিনিধি