চুয়াডাঙ্গার সন্তান অমিতাভ মীর কোলকাতায় সম্বর্ধিত

যাযাবরের শব্দ সন্ধান পরিবেশিত ও মৌলি বণিক সম্পাদিত গল্প সংকলন “খোলা খাম” এর মোড়ক উন্মোচিত হলো গত রবিবার বিকেল তিনটেয় সূর্যসেন স্ট্রিটে অবস্থিত কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনের সভাকক্ষে।

অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিথযশা কবি সৈয়দ হাসমত জালাল, বাংলাদেশের দ্রোহের কবি অমিতাভ মীর, কবি সুধাংশু বিকাশ সাহা, হাইকুর গুরু কবি সত্য রঞ্জন বণিক প্রমুখ।

বিশিষ্ট কথাশিল্পী মানস সরকারের সভাপতিত্বে ও চম্পা সর্দার এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রদীপ প্রজ্জ্বলন ও অনিন্দিতা মÐলের সুরেলা কণ্ঠের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এই গল্প সংকলনে কলম ধরেছেন মৌলি বণিক, চম্পা সর্দার, তুহিনা সুলতানা, সৌমী শাঁখারী, সন্দীপ ভট্টাচার্য্য, মৌমিতা গড়াই, সঞ্জয় সরকার, মুনশ্যাম ও বিস্ময় প্রতিভা অকাল প্রয়াত কবি ও কথাশিল্পী পায়েল খাঁড়া।

নির্ধারিত বক্তব্যে কবি অমিতাভ মীর “বিপন্ন ভাষা ও বিপন্ন সাহিত্য” শীর্ষক এক নাতিদীর্ঘ বক্তব্যে চর্চার অভাবে ভাষা বিলীন হওয়ার সম্ভাবনা থেকে সাহিত্য বিপন্ন হওয়ার আশংকা তুলে ধরেন। সেই সাথে এ আশাবাদ ব্যক্ত করেন- বাংলা ভাষা ও সাহিত্য বিপন্ন হবে না যতদিন শব্দ সন্ধানী যাযাবররা তথা মৌলি বণিক, চম্পা সর্দার প্রমুখ এভাবেই নিরলস শব্দ সন্ধানের সাধনায় ব্রতী থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এ ব্রতে সম্পৃক্ত রাখতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাসমত জালাল এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবি অমিতাভ মীর এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কবি সৈয়দ হাসমত জালাল। কবি অমিতাভ মীর চার দিনের সফল সফর শেষে আজ চুয়াডাঙ্গায় ফিরবেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ বগুড়ার আলমগীর গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী থানা পুলিশ কাজীপুর সীমান্ত থেকে মাদক কারবারী আলমগীর হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে।

এসময় উদ্ধার করা হয়েছে ৫ কেজি গাঁজা ও একটি ১২৫ সিসি ডিসকোভারী মোটর সাইকেল। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন বগুড়া জেলার ধুনুট উপজেলার শোলমারী গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক কারবারী আলমগীর মোটর সাইকেল যোগে কাজীপুর সীমান্ত থেকে থেকে গাঁজা নিয়ে আসছে মর্মে সংবাদের ভিত্তিতে এসআই অজয় ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আলমগীর হোসেনকে মেহেরপুর আদালতে প্রেরন করা হয়েছে বলে জানায় ওসি ওবাইদুর রহমান।

নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় নকল ব্যান্ডরোল ব্যাবহারের কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত

আলমডাঙ্গায় বিভিন্ন কমদামের নকল ব্যান্ডরোল ব্যাবহারের কারণে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গতকাল বাজার ঘুরে দেখা গেল আকিজ বিড়ি,নাসির বিড়ি সহ নামি দামি কোম্পানির বিড়ি নকল করে, নকল ব্যান্ড রোল ব্যাবহার করার কারনে ভোক্তা সাধারণ বাধ্য হয়ে নকল বিড়ি পান করতে ব্যাধ্য হচ্ছে।

আলমডাঙ্গা বাজার, মুন্সি গঞ্জ বাজার, হাটবোয়ালিয়া, জামজামি বাজার সহ সকল বাজারে ছোট, বড় দোকানে নকল বিড়িতে ছেয়ে গেছে।

নকল বিড়ি দেখে বোঝার উপায় নেই, যে এটা নকল না আসল। নকল কোম্পানি গুলো এমন ভাবে ব্যান্ড রোলের সিল মেরে দিচ্ছি, তাতে দোকান দাররা পর্যন্ত ধরতে পারছে না, এ ছাড়াও কিছু অসাধু ব্যাবসায়ি আছে যারা কম দামে নকল বিড়ি কিনি বেশি দামে বিক্রয় করছে। এতে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী এই প্রতিবেদক কে জানান, যে সমস্ত অসাধু ব্যাবসায়ি নকল ব্যান্ডরোল ব্যাবহার করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধ ব্যাবস্থা নেওয়া হবে, এ ব্যাপারে অচিরেই অভিযান চালাবেন বলে জানান।

সাংবাদিকদের অনুরোধ করেন তথ্য দিয়ে সহযোগিতা করতে। নকল ব্যান্ড রোল গুলোর মধ্যে উল্লেখ যোগ্য আলী, সাথী, লতা, মোহীনি, স্টার, তপু, তামিম, আনোয়ার, মন্টু, মজনু, কল্পনা, এই সব বিড়ির ব্যান্ডরোল নকল ছাপান।

বিভিন্ন বাজারে এরা ডিলারের মাধ্যমে নকল বিড়ি ভোক্তাদের কাছে সরবরাহ করছে। যার ফলে প্রতারিত হচ্ছে ভোক্তা সাধারণ ও সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে কয়েকটি দোকানদারের সাথে কথা বললে তারা জানান ঘটনা সত্য, জামজমির দোকানদার রাকিব উদ্দিন, ছত্রপাড়ার শাহারুল, ভাংবাড়িয়ার মিজান, মুকুল, সালাম জানান আমরা নকল বিড়ি ব্যাবসায়িদের কারনে অতিষ্ট।

তারা নকল ব্যান্ডরোল লাগিয়ে আমাদের কে বিপদে ফেলছে। ভোক্তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হয়েছে, আলমডাঙ্গা হাউসপুরের কালাম, জামজামির তাহাজ উদ্দিন, ডাউকির আবুল, সাহিন সকলেই নকল বিড়ির বিষয়ে অভিযোগ করে বলেন আমরা তো আকিজ, নাসির বিড়ি কিনছি, কিন্ত এই বিড়ি যে নকল, না আসল বোঝার উপায় থাকে না, তবে ব্যান্ডরোল ভাল ভাবে দেখলে বোঝা যায় আসল না নকল।

তারা নকল বিড়ি ব্যাবসায়িদের বিরুদ্ধে দ্রæত ব্যাবস্থা নেওয়ার দাবি জানান।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিস কতৃক প্রাকৃতিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে সমাজ সেবা অফিসারের অফিস কক্ষে চেক বিতরন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কতৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দের মাঝে চেক বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন সরকার দেশের সকল প্রকার দুস্থদের জন্য কাজ করে যাচ্ছে। সমাজ সেবা অফিসের মাধ্যমে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হয়ে থাকে।

স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড: সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম।

সভায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করেন অতিথি বৃন্দ।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন ও বিশ্বহাত ধোয়া দিবস পালিত

আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন ও বিশ্বহাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্যর‌্যালী শহরে প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের হাতধোয়া বিষয়ে সচেতনা মুলক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত, পরিছন্ন থাক এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান। অ্যাড: সালমুন আহম্মদ ডন। তিনি বলেন আমাদের প্রাত্যহিক জীবনের সাথে স্যানিটেশন ও হাত ধোয়ার বিষয়টি জড়িয়ে আছে।
বর্তমানে আমাদের উপজেলায় প্রায় প্রতিটি বাড়ীতে স্যানিটেশন পায়খানার ব্যাবস্থা আছে, তাপরও খোজ নিয়ে জানাগেছে, গ্রামীণ জনপদে বহু বাড়ীতে স্যানিটেশনের আওতায় আসেনি, এবং ক্যানেলপাড়া, ফকিরপাড়া, সহ বিভিন্ন ছান্নমুল পরিবেশে স্যানিটেশন পৌছায়নি, তাদেরকে স্যানিটেশনের আওতায় আনতে হবে।

এবং স্কুলের ছেলেদের ভাত বা অন্য যে কোন খাবার খাওয়ার আগে এবং মলত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে সচেতনা বৃদ্ধি করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, পৌরসভার প্যানেল মেয়র সদরউদ্দিন ভোলা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, নির্বাচন অফিসার কেজি মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন।

ব্রাক ওয়াস কর্মসুচির কর্মকর্তা হাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস আই হেলেনা, পৌর স্যানেটারি পরিদর্শক বিল্লাল হোসেন, ইনেস্ট্রাকটর আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ব্রাক ওয়াস কর্মসুচির ম্যানেজার সাইফুল ইসলাম, শিক্ষক ছায়ারানী, শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।

আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর জেলার উন্নয়নমূলক কাজের উপর কর্মশালা

মেহেরপুর জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শুব্রত কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম, মেহেদী হাসান প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

মেহেরপুর ট্রাফিক পুলিশের অব্যাহত অভিযানে অবৈধ ইঞ্জিন চালিত আলগামন, নছিমন ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন এর কাছে অভিযান চালানো হয়। টিএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে শতাধিক মোটরসাইকেলে কাগজপত্র পরীক্ষা করা হয়।

এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং অবৈধ ইঞ্জিন চালিত আলগামন, নছিমন আটক করা হয়।

এটিআই আব্দুল সাত্তার, সামাদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় কুমারখালী দধী ভান্ডারে এই অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত বসানো হয়।

এ সময় ওজন কম দেওয়া ও পরিমাপ যন্ত্র ঠিক না থাকায় ওজন মাপা ২০১৮ আইনে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিএসটিআই কর্মকর্তা আবুল হাসনাত এসময় সেখানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার উদ্যোগে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালের দিকে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন এ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আবু আব্দুল্লাহ বাপ্পি, সচিব তফিকুল আলম, প্রকৌশলী মহাসিন আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এই গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে ৬ লিটার পানি উত্তোলন করা যাবে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে টিনের চিমনি দিয়েই ইট পোড়ানো প্রস্তুতি

মেহেরপুর জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি সত্তে¡ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় টিনের চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইট ভাটা মালিকরা।

ফলে ইট ভাটা এলাকার পরিবেশ বিনষ্ট হবে এবং আসেপাশের মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।
মেহেরপুর জেলার প্রায় ৪০টি ইট ভাটার মালিক গত মৌসুমে টিনের চিমনি দিয়ে ইটের পুড়িয়ে ছিল।

বর্তমান জেলা প্রশাসক মো: আতাউল গনি ঐসকল ইট ভাটা মালিকদের নিয়ে মত বিনিময় করে তাদের নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন। সেমতে গতবছর টিনের চিমনি দিয়ে ইট পুড়িয়ে বিক্রি করেছিল।

জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি থাকা সত্বেও টিনের চিমনি দিয়ে ইট পোড়ানো জন্য এবছরও সেই সব ভাটা মালিকরা আবারো একই ভাবে টিনের চিমনি দিয়েই ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় মেহেরপুর সদর উপজেলার ভবানন্দপুর, টেংরামারী, কাঁঠালপাতা, গাংনীর ধানখোলা সড়ক, গাড়াডোব, সাহারবাটি সড়কের পাশে সহ বিভিন্ন গ্রামে টিনের চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি গ্রহন করছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: আতাউল গনি‘র দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এবছর আমি কোন ভাবেই টিনের চিমনি দিয়ে ইট পোড়াতে দেবো না। এর জন্য জেলা প্রশাসনের যা যা করা প্রয়োজন তার সব কিছুই গ্রহন করা হবে।

নিজস্ব প্রতিনিধি