মেহেরপুরে নকল সিরাপ তৈরির কারখানাসহ ফেন্সিডিল জব্দ

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা বন্ধ করা হয়েছে। সেই সাথে কারখানার মালিক রানাকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার রাত ৭ টার দিকে অতিরক্তি পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর শহরের মল্লিক পাড়া কবি নজরুল স্কুল সড়কে বাবুর স্ত্রী শিল্পি খাতুনের নির্মানাধীণ বাড়িতে এ নকল সিরাপ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। তবে পুলিশের দাবি এই বাড়ি ভাড়া নিয়ে কারখানা তৈরি করেছিল নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে রানা।

সে এই কারখানায় দীর্ঘদিন ধরে নকল সিরাপ তৈরি করে মেহেরপুর সহ আশেপাশের জেলা গুলোতে সাপ্লাই দিয়ে থাকে। শুধু সিরাপই না এই সিরাপের বোতলে ফেন্সিডিল ঢুকিয়ে বিক্রি করতো রানা। এসময় বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে নকল সিরাপ তৈরির বিভিন্ন সামগ্রী, মেশিন, খালি বোতল, সিল, লোগো ও ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে রানা পিতা নজরুল ইসলাম নজুর বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল ও অসংখ্য ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রানাকে আটক করা হলেও তার পিতা নজরুল ইসলাম নজু পলাতক রয়েছে।
নকল সিরাপ তৈরির কারখানা যে বাড়িতে পাওয়া যায় সে বাড়ি মালি বাবুর স্ত্রী শিল্পী খাতুন।
এ ঘটনায় শিল্পীকে পাওয়া না গেলেও স্থানীয়রা জানান শিল্পী মুজিবনগর উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শিল্পীর বাড়ি ভাড়া নিয়ে রানা নকল সিরাপ তৈরি করে আসছে।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম, সেকেন্ড ইন চার্জ মেজবাহ রহমান, এস আই জসিম, এস আই মামুন, এ এস আই ইব্রাহীম বিশ্বাস, এএসআই মনির।

নিজস্ব প্রতিবেদক




মেহেরপুরে ব্র্যাক কর্মকর্তার মোটরসাইকেল ছিনতাই, কুপিয়ে জখম

মেহেরপুরের ব্র্যাক কর্মকর্তা জাহিদ হাসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে। রবিবার ভোরের দিকে মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর কাছে এ ঘটনা ঘটে।
পরে ব্র্যাক কর্মকর্তা জাহিদ হাসানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত ব্র্যাক কর্মকর্তা কুষ্টিয়া কুমারখালী উপজেলার খয়েরচারা গ্রামের দীন মোহাম্মদের ছেলে। আহত জাহিদ হাসান যশোরের কেশবপুর ব্র্যাক অফিসের প্রোগ্রাম অফিসার।
খোজ নিয়ে জানা যায় রবিবার ভোরের দিকে তিনি হোন্ডা (সাইন ১২৫ সিসি) মোটরসাইকেল যোগে কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দেন। তিনি আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর কাছে পৌছালে ছিনতায়কারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জাহিদ হোসেনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

নিজস্ব প্রতিনিধি




বিএনপি সরকার ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাতো

বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাতো। তারা কখনো জনগণের উন্নয়ন চিন্তা করতো না। খালেদা জিয়ার সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে। চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর পর্যন্ত নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধনকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
এছাড়াও তিনি বলেন বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতারা এখন শ্যালুট করছে। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত।
মেহেরপুরের নতুন বিদ্যুৎ লাইন সংযোগ সম্পর্কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, একটু ঝড় বৃষ্টি হলে আমাদের মেহেরপুরে মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়ে যেত। মেহেরপুরের ১৬ হাজার গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে নতুন লাইন সংযোগ করা হয়েছে। এখন আর ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগে মেহেরপুরের মানুষ বিদ্যুৎ বঞ্চিত হবে না। আপনারা সঙ্গে থাকলে ইউরোপ আমেরিকার মত উন্নত রাষ্ট্রে পরিণত হবে আমাদের বাংলাদেশ।
নতুন লাইন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ওজোপাডিকো ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: শফিক উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওজোপাডিকো মেহেরপুরের নির্বাহি পরিচালক কাজী আব্দুল আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: আতাউল গনি সভাপতিত্বে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফিরোজ আহমেদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস প্রমুখ।




মেহেরপুরে বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক খুলনা বিভাগীয় রোভার মেট কোর্স এর উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের উদ্যোগে ও মেহেরপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী খুলনা বিভাগীয় রোভার মেট কোর্স এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের মুজিবনগর ডিগ্রী কলেজে ৫ দিন ব্যাপী খুলনা বিভাগীয় রোভার মেট কোর্স এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রোভার এলটি কোর্স লিডার প্রফেসর মহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফুল হক।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রোভার ফাহিম ফয়সাল এবং গীতা পাঠ করেন তনময় বিশ্বাস। মুজিবনগর ডিগ্রী কলেজের রোভার ট্রেইনার জাহিদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রোভার সম্পাদক ফররুখ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি আশরাফুল হক, রোভার এ এল টি তৌফিক আহমেদ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ অধ্যাপক নাহিদ সুলতান, আনোয়ার হোসেন ইনার। সভাপতি মহিদুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলার পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: আতাউল গনি সভাপতিত্বে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার প্রমুখ।

এছাড়াও একই সাথে মেহেরপুর জেলা কর্নধার কমিটির সভা এবং জেলা মানবিক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ছহিউদ্দিন স্মৃতি ফুটবলে বাওট একাদশ সেমিফাইনালে

মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাওট একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত ১ম কোয়াটার ফাইনাল খেলায় বাওট একাদশ ২-০ গোলে ভগিরতপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মিঠু ও ইমরান গোল করে এবং মিঠু ও ইমরান ম্যান অব দ্য ম্যাচ এর পুরস্কার লাভ করেন।

খেলা শেষে আওয়ামী লীগ নেতা শামিম ফেরদৌস ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরন করেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে মাদক মামলায় এক জনের ৩ বছরের জেল

হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদÐ দিয়েছে মেহেরপুরের আদালত।
গতকাল রবিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল চতুর্থ আদালতের বিচারক মো: কেরামত আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল ইসলাম গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আশাবুল হকের ছেলে।
২০১৫ সালে মেহেরপুরের ডিবি পুলিশ ১০ গ্রাম হেরোইন সহ জিয়ারুল কে আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাড. রুস্তম আলী ও আসামী পক্ষে শফিকুল আলম কৌশলী ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে নকল সিরাপ তৈরির কারখানাসহ ফেন্সিডিল জব্দ – আটক ১

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানা বন্ধ করা হয়েছে। সেই সাথে কারখানার মালিক রানাকে আটক করা হয়েছে। রবিবার রাত ৭ টার দিকে অতিরক্তি পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর শহরের মল্লিক পাড়া কবি নজরুল স্কুল সড়কে বাবুর স্ত্রী শিল্পি খাতুনের নির্মানাধীণ বাড়িতে এ নকল সিরাপ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। তবে পুলিশের দাবি এই বাড়ি ভাড়া নিয়ে কারখানা তৈরি করেছিল নজরুল ইসলাম ওরফে নুজুর ছেলে রানা।
সে এই কারখানায় দির্ঘদিন ধরে নকল সিরাপ তৈরি করে মেহেরপুর সহ আশেপাশের জেলা গুলোতে সাপ্লাই দিয়ে থাকে। শুধু সিরাপই না এই সিরাপের বোতলে ফেন্সিডিল ঢুকিয়ে বিক্রি করতো রানা। এসময় বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে নকল সিরাপ তৈরির বিভিন্ন সামগ্রী, মেশিন, খালি বোতল, সিল, লোগো ও ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে রানা পিতা নজরুল ইসলাম নুজুর বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল ও অসংখ্য ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।
অভিযান শেষে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই বাবুর স্ত্রী শিল্পি খাতুনের নির্মনাধীণ বাড়িতে অবৈধভাবে বিভিন্ন নকল যৌন উত্তেজক সিরাপ তৈরি করা হয়। রবিবার রাত ৭ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে নকল সিরাপ তৈরির বিভিন্ন সামগ্রী ও মেশিন উদ্ধার করা হয়। শহরের মল্লিক পাড়ার নজরুল ইসলাম নুজুর ছেলে রানা এই কারখান পরিচালনা করতো। এই কারখানার তৈরিকৃত সিরাপ মেহেরপুর সহ বিভিন্ন জেলাতে বিক্রি করতো। সিরাপ বিক্রির পাশাপাশি বোতলে ফেন্সিডিল ঢুকিয়ে বিক্রি করা হতো।
শুধু রানা একা না এর সাথে জড়িত থাকতে পারে তার পিতা নজরুল ইসলামও। শনিবার দিবাগত রাতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল ও অসংখ্য খালি বোতল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রানাকে আটক করা হলেও তার পিতা নজরুল ইসলাম নুজু পলাতক রয়েছে।
নকল সিরাপ তৈরির কারখানা যে বাড়িতে পাওয়া যায় সে বাড়ি মালি বাবুর স্ত্রী শিল্পী খাতুন। এ ঘটনায় শিল্পীকে পাওয়া না গেলেও স্থানীয়রা জানান শিল্পী মুজিবনগর উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শিল্পীর বাড়ি ভাড়া নিয়ে রানা নকল সিরাপ তৈরি করতো।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম, সেকেন্ড ইন চার্জ মেজবাহ রহমান, এস আই জসিম, এস আই মামুন, এ এস আই ইব্রাহীম বিশ্বাস, এএসআই মনির।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে শিক্ষক  আকরামুল হক আর নেই

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক  আকরামুল হক (৮৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

তিনি আজ রবিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে,  ছাত্র ও বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, শিক্ষক আকরামুল হক ১৯৯৪ সালের মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হিসেবেই অবসর নেন।  আজ বাদ মাগরিব সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে  জানাজা শেষে কলেজ মোড় পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।