মেহেরপুরে শিশুদের জন্য কর্মসুচির সমাপনি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে শিশুদের জন্য কর্মসূচি’র সমাপনি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

সেভ দ্যা চিল্ড্রেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র অফিসার তাহমিনা হায়দার, রোকসানা খানম, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামান, পিএসকেএস এর সমন্বয়কারি কামরুল আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নানা ক্ষেত্রে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশুদের মেধার বিকাশ নিয়ে কাজ করে সেভ দ্য চিলড্রেন সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে মেধাবী শিক্ষার্থী শোভা হত্যাকারীর ফাসির দাবীতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে মেধাবী শিক্ষার্থী শোভা নাজনীন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পাটি (জেপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর বড় মেয়ে শোভা নাজনীন এর হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের নেতৃত্বে শোভা নাজনীনের যৌতুক লোভী স্বামী রবিউল ইসলাম সোহেলের ফাঁসির দাবীতে মানববন্ধন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা।

এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, শোভা নাজনীন এর পিতা আব্দুল হালিম সম্পাদক আনারুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য: শোভা নাজনীন মাগুড়া সরকারি পলিটেকনিক থেকে কম্পিউটােের ডিপ্লোমা শেষ করে ঢাকাতে ঢুয়েটে বিএস সি ভর্তির জন্য কোচিং করতো। মাত্র দুইমাস আগে তাদের নিজেদের পছন্দে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর রবিউল ইসলাম সোহেল যৌতুকের জন্য শোভাকে নির্যাতন করতো বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। হত্যাকান্ডের রাতে শোভার পরিবারের সাথে রবিউল ও শোভার কল রেকর্ড থেকে নির্যাতন সম্পর্কে ধারনা পাওয়া যায়।

মানববন্ধনে বক্তারা শোভা নাজনীন এর হত্যাকারী রবিউল ইসলামের সবোৃর্চ শাস্তি ফাঁসি দাবী করেন। মানববন্ধনে গাংনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর থেকে শিক্ষক মিজানুজ্জামানকে অপসারনের দাবিতে আবারও মানবন্ধন

দুর্নিতীবাজ শিক্ষক মিজানুজ্জামন কে মেহেরপুর থেকে অপসারনের দাবিতে আবারো মানব বন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন করা হয়।

মানবন্ধনে নেতৃত্ব দেয় মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইম বাইজিদ। সদর থানা ছাত্রলীগ সহ মটর শ্রমীক ইউনিয়ন, সেচ্ছাসেবক লীগ, ও সাধারণ জনগন এতে অংশ গ্রহন করে।
এ সময় শিক্ষক মিজানুজ্জামানকে অপসারণের দাবিতে বক্তব্য দেন জেলা ছাত্র লীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইম বাইজিদ, মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি সোহেল আহাম্মেদ, সদর উপজেলা সেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

উল্লেখ্য, শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নিতীর দায়ে ঝিনাইদহ থেকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বদলি করা হয়। তাকে মেহেরপুর থেকে অপসারনের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দফা মানব বন্ধন করা হয়। এর আগে বুধবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রথমদফা মানববন্ধন করা হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে শিপন হোসেন (২৭) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এটাই মেহেরপুর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম কোন রোগির মৃত্যু হলো। এ মৃত্যুর ঘটনায় জেলার গাংনী উপজেলায় ডেঙ্গু নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হলো।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে।
জানা গেছে, গত বুধবার জ্বরে আক্রান্ত হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিপন।
পুরাতন ডেঙ্গু সন্দেহে চিকিৎসক তার রক্তের আইজিজি পরীক্ষা করালে পজেটিভ পান। ভর্তি থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

ডেঙ্গু রোগীদের তদারকির দায়িত্বে থাকা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজীব উদ্দীন স্বাধীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অবশ্যই পুরাতন ডেঙ্গু রোগী হবে। কোন এক সময় তার ডেঙ্গু হয়েছিল কিন্তু তখন চিকিৎসা হয়নি বলে সন্দেহ করা হচ্ছে।
শিপনের পরিবারিক সূত্রে জানা গেছে, গাংনী থেকে নিয়ে যাওয়ার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন (২নং ওয়ার্ডে) ভর্তি করা হয়। পেটে প্রচন্ড জালা যন্ত্রণার জন্য এখানে ভর্তি করেন চিকিৎসকরা। জ্বর ছিল না তাই ওখানে ডাক্তার তাকে দেখার পরে ওই ওয়ার্ডে ভর্তি করেন।

মৃত্যুর আগে তার বøাড প্রেসার অস্বাভিক ভাবে নেমে যায়।

মেহেরপুরের গাংনীতে জেলার সব থেকে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়। গাংনীতে এডিস মশার লার্ভার অস্তিত্ত রয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়।

নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্টিত

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যন আয়ুব হোসেন।

তিনি বলেন আমি দীর্ঘ বছর আপনাদের সাথে ইউপি চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করতে যেয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনারা সহায়তা করে কাজ করছেন। আমার জীবনের শ্রেষ্ট সময় ছিল যখন ইউপি চেয়ারম্যান হিসেবে জনগনের সেবা করেছি, সেই সুবাদে জনগন আমাকে উপজেলা চেয়ারম্যান করেছে, আমি তাদের কাছে ঋণি।

আসুন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা লাভ করতে কাজ করি,তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত দেশ হিসেবে পরিচিত করিয়েছেন, কিন্ত আপনারা যে ভাবে কাজ করার দরকার সে ভাবে করছেন না, বরাদ্ধ যা দিচ্ছে, ৯৫% খেয়ে ফেল্লে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব কাদের নিয়ে, সবাই যদি চুরি করে শেষ করে দেন, তাহলে আমার একার পক্ষে কাজ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জান মুন্সি, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক এ্যাড: আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মদ বাবলু, সম্পাদক নুরুল ইসলাম নুরু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্য আসাদুজ্জামান। সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, বি আর ডি বি কর্মকর্তা সায়লা সারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প.প. কর্মকর্তা হাসানুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, আনছার ভিডিপি কর্মকর্তা রওশনারা খাতুন, খাদ্যকর্মকর্তা মোফাখ্খাইরুল, ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, উপাধ্যক্ষ শামিম রেজা, পরাষদের সদস্য কল্পনা খাতুন, সুফিয়া খাতুন, প্রমুখ।

সভায় থানার অফিসার ইনচার্জ সহ বক্তাগণ বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থি মনিটরিং জোরদার করার অনুরোধ করেন, এ ছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেন, থানা অফিসার ইনচার্জ বলেন আজকের

এই সভা আলমডাঙ্গায় আমার কর্মজীবনের শেষ সভা, আমি চুয়াডাঙ্গায় বদলী হয়েছি, তবে আপনাদের কথা চিরদিন মনে থাকবে।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের পক্ষ থেকে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন একজন অফিসার যোগদান করার ৮ মাসের মধ্যে বদলী হলে সে কাজ করবে কি ভাবে, একজন ভাল মানুষ হিসেবে আসাদুজ্জামানের সুনাম ছিল, আমি তার মঙ্গল কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সম্পাদক সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, প.প. কর্মকর্তা হাসানুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহিল কাফি, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক এ্যাড: আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মেদ বাবলু, সম্পাদক নুরুল ইসলাম নুরু, টিএইএ ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, মৎস স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক প্রমুখ।

উল্লেখ্য ওসি আসাদুজ্জামান চুয়াডাঙ্গা এসপি অফিসে বদলী হয়েছেন। সে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি আলমডাঙ্গা উপজেলায় চাকরি করে সথেষ্ট স্বাচ্ছন্দ বোধ করেছি। অত্র উপজেলার মানুষের সাথে কাজ করে যথেষ্ট শিক্ষা লাভ করতে সক্ষম হয়েছি, আমি আলমডাঙ্গার কথা চিরদিন স্বরন রাখব।

উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা চাকরি করতে গিয়ে প্রথমেই শপথ করি চাকরির স্বার্থে যে কোন জায়গায় বদলি করলে চারকির স্বার্থে সেখানেই যাব, থানা অফিসার ইনচার্জ খুব দায়িত্ববান ছিলেন, সব সময় সহযোগীতা পেয়েছি, খুব ভাল মানুষ ছিলেন, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। আলমডাঙ্গার চুয়াডাঙ্গাতেও সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে উপহার প্রদান করা হয়।

আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে শিশুদের জন্য কর্মসূচী’র সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে শিশুদের জন্য কর্মসূচী’র সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী সংস্থা সেভ দ্যা চিলড্রেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেনমেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,ফুলকুড়ি অধ্যক্ষ সিরাজুল ইসলাম,কাথুলী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মিজানুর রহমান রানা,সাবেক ছাত্রনেতা ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,ধানখোলা ইউপিচেয়ারম্যান আখেরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,শিক্ষা অফিসার এহসান হাবিব,শাজাহান আলী,সমবায় অফিসার মিলন কুমার দাস সহ সরকারী কর্মকর্তা,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে পরিবার কল্যান সহকারীদের মানববন্ধন

শিক্ষাগত যোগ্যতা উন্নত করণ সহকারে নিয়োগ বিধি ও ৬ দফা দাবী দ্রত বাস্তবায়নের লক্ষে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে পরিবার কল্যান সহকারীরা।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি গাংনীর আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গাংনী ডিগ্রী কলেজ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দ্রত ৬ দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলে হুশিয়ারি উৃচারণ করেন তারা। এসময় পরিবার কল্যান সহকারীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




সেই অসহায় সুজিনাকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা প্রদান

মেহেরপুরের গাংনীর রামনগর গ্রামের সেই অসহায় সুজিনাকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান তার হাতে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন। এসময় মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে দিনব্যাপী শহরের ডিসি অফিসের সামনে টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য অধ্যাপক সুশান্ত দাস, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নূর আহমদ বকুল, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সরকার, কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গুজরত আলী মোল­া, নাসির উদ্দিন, লুৎফল হক পাপ্পানা, কুষ্টিয়া জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক ভিপি জাহিদুর রহমান, কৃষক সমিতির সভাপতি কমরেড এসরারুল হক, কুষ্টিয়া শহর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ইশতিয়াক আহমেদ সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ।

প্রধান অতিথি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড সুশান্ত দাস বলেন, স্বাধীনতার ৪৮ বছর অতিক্রান্ত হলেও জনগনের মাঝে মুক্তিযুদ্ধের আকাঙ্খা এখনও প্রতিফলিত হয়নি। উপরোন্ত দেশে কয়েক দশক ধরে লুটেরা অর্থনীতি এবং অগনতান্ত্রিক পেশীশক্তির একটি রাষ্ট্র কাঠামো শক্তিশালী হয়েছে। শিল্প সংস্কৃতির নেতিবাচক এবং মৌলবাদী ধারাকে উস্কে দেয়া হয়েছে। পার্টির প্রতিটি কর্মীকে জনগনের পক্ষে দাড়িয়ে বৈষম্য নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ অতিথি কমরেড নূর আহমদ বকুল বলেন, বুয়েটে আবরাব হত্যার ঘটনা শিক্ষাঙ্গনের ভয়াবহ পরিস্থিতি,দলবাজি লেজুরবৃত্তি রাজনীতির বহি: প্রকাশ ঘটিয়েছে। সেই অপরাজনীতির মূলে রয়েছে কালো টাকা।

পেশী শক্তির দুর্নীতিবাজ রাজনীতি আজকে আবরাব হত্যাকান্ডকে ঘিরে ছাত্র রাজনীতি বন্ধের পায়তারা করছে এবং মৌলবাদী রাজনীতিকে উৎসাহিত করছে। সম্মেলনে আলোচনা শেষে একটি লাল পতাকার মিছিল শহর ঘুরে এসে আবার সম্মেলনস্থল টাউন হলে মিলিত হয়।

সম্মেলনে কাউন্সিলাররা ১৯ জন কমরেডকে জেলা কমিটির সদস্য নির্বাচিত করেন। জেলা কমিটির সদস্যরা বৈঠকে বসে কমরেড ফজলুল হক বুলবুলকে সভাপতি ও হাফিজ সরকারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পুনরায় প্রদান করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুল হক, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম বাবু,গুজরত আলী মোল­া, জহুরুল হক দুলাল, লুৎফুল হক পাপ্পান্না, এসরারুল হক, আমজাদ হোসেন খোকন, দেলোয়ার হোসেন,মজিবর রহমান, হালিমুজ্জামান, জাহিদুর রহমান, রাশেদ খান, সোহেল রানা, মকলেসুর রহমান।

নিজস্ব প্রতিনিধি