মেহেরপুরের কাজীপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বাতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভােরের দিকে কাজিপুর মধ্যপাড়ার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এই মদ উদ্ধার করা হয়।
কাজিপুর সীমান্ত বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার সিরাজ মােল্লা জানান, বিজিবির সীমান্ত টহলদল পরিত্যক্ত অবস্থায় ভারতীয় এসব মদ উদ্ধার করে।

নিজস্ব প্রতিনিধি




মেহরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলােচনা সভা, র‍্যালী ও প্রতিবন্ধীদর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলা প্রতিবন্ধী পুর্নবাসন কার্যালয়ের উদ্যােগে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রতিবন্ধী পুর্নবাসন কার্যালয় গিয় শেষ হয়। র‍্যালী শেষ সেখানে ১০ জন অন্ধ ব্যক্তির মাঝ সাদাছড়ি বিতরণ করা হয়।
সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী কাদর ফজল রবানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন স্ানীয় সরকার বিভাগর উপ-পরিচালক তফিকুর রহমান। বক্তব্য রাখেন প্রতিবন্ধী সাহায্য সবা কদ্রর কর্মকর্তা তুলসী কুমার পাল, সহকারী কমিশনার (ভমি) মাইনুদ্দিন, ডা. মাঃ আব্দুল হাই প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ১২ হাজার বিড়ি এবং ১২০০ ব্ল্যাক সিগারেট জব্দ

মেহেরপুরর মুজিবনগর উপজেলার কােমরপুর বাজার থেকে ১২ হাজার তামিম বিড়ি এবং ১২০০ ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের স্যানিটারী পরিদর্শক তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
স্যানিটারী পরিদর্শক তরিকুল ইসলাম জানান, কােমরপুর বাজার মতুঞ্জয় নামের এক ব্যবসায়ী পুরাতন স্বাস্য সতর্কবানী সম্বলিত ব্ল্যাক সিগারেট ও তামিম বিড়ি বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানাে হয়। এ সময় এ ব্যাবসায়ির নিকট থক ১২ হাজার তামিম বিড়ি এবং ১২০০ ব্ল্যাক সিগারট জব্দ করা হয়।




আরাে ২ আসামি আটক, এ নিয়ে আটক হলাে ৮ জন

মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের যুব লীগ নেতা রোকন বিশ্বাস ও তার চাচাতো ভাই মাছ ব্যবসায়ী হাসান বিশ্বাস হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান এবং ফরিদ উদ্দিন নামের দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের নুরুজ্জামান এবং আলী নগর গ্রামের মহির উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন। এ নিয়ে দরবেশপুর জোড়া খুন মামলায় ৮ জনকে আটক করা হলো। আটক ৮ জনের মধ্যে ৩ জন আদালতে স¦ীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান জানান, আটকদের মধ্যে নুরুজ্জামান কুখ্যাত ডাকাত তার নামে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন, দরবেশপুর শোলমারি বিলে জোড়া খুন মামলার তদন্ত অনেক এগিয়ে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত জোড়া খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। খুব শিঘ্রই পুলিশ সুপার মহোদয় এ মামলার সামগ্রিক অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করবেন এবং মামলার তদন্ত প্রতিবেদন খুব দ্রুত আদালতে দাখিল করা হবে।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম¦র রাতে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর শোলমারি বিলে পাহারা দেওয়ার সময় একদল সন্ত্রাসী রোকন বিশ্বাস ও তার চাচাতো ভাই হাসান বিশ্বাসকে কুপিয়ে ও গলাকেটে নৃশংস ভাবে হত্যা শেষে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে তাদের লাশ উদ্ধার করে। পরদিন রোকন বিশ্বাসের স্ত্রী আলেয়া খাতুন বাদি হয়ে মেহেরপুর সদর থনায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় বিশ্বডিম দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ডিম খাওয়ালেন জেলা প্রশাসক

আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যাগে বিশ্বডিম দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বডিম দিবস পালন উপলক্ষে আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মা: লিটন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম। তিনি বলেন সরকার প্রতি বছর অক্টাবর মাসের দ্বীতিয় শুক্রবার বাংলাদেশে বিশ্বডিম দিবস পালন করে থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ইটারন্যাশনাল এগ কমিশনের সঙ্গে সমঝােতা চুক্তির মাধ্যমে বিশ্বের ডিমশিল্পের উন্য়নন একযােগে কাজ করে যাচ্ছে।
এরই পরিপ্রক্ষিতে দিবসটির গুরুত্ব অনুধাবন করে ইটারন্যাশনাল এগ কমিশন ও এফএওর তত্ত্বাবধানে এবং সহযাগিতায় সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর, সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান এবং পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে যেমন বাংলাদেশ পােলট্রি শিল্প কেদ্রীয় কমিটি (পাল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেট্রাল কাউন্সিল-বিপিআইসিসি), বাংলাদশ অ্যানিমেল অ্যাগ্রিকালচার সােসাইটি সহ অনেক সংগঠন, এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনর উদ্যাগে বিভিন্ন জেলা ও উপজেলা শহর গুলাতে উৎসাহের সঙ্গে দিবসটি নিয়মিত পালন করে আসছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সহকারি কমিশনার ভুমি সীমা শারমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, সহকারি শিক্ষা কর্মকর্তা সয়দ মাসুদুল ইসলাম, প্রধান শিক্ষক খন্দকার রাকিবুস সালহীন প্রমুখ।




দর্শনায় ক্ষুধামুক্ত বাংলাদেশ সবার জন্য খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই বিষয়ক আলােচনা সভা

ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনিমার্ণে সবার জন্য খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই বিষয়ক গতকাল বিকাল ৪টায় ওয়েভ ফাউন্ডেশন দর্শনা বজই অফিসে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাসমত কবিরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলােচক হিসেবে ছিলেন কিতাব আলী।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ১২ থক ১৮ অক্টাবর দশব্যাপী খাদ্য ও পুষ্টি অধিকার ক্যাম্পইন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ওয়েভ ফাউন্ডেশন বিভিন কর্মসূচির আয়ােজন করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যক অফিস কেদ্রিক সকল স্তরের কর্মকর্তা ও কর্দমচারির অংশগ্রহন ক্যাম্পইন লিফলেট নিয়ে সংক্ষিপ্ত আলােচনা এবং ১৬ অক্টাবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ ও খাদ্য অধিকার বাংলাদেশের বিভিন্ন জেলা কমিটির উদ্যাগে সকাল ১০টায় জন-যুব জমায়েত, সংক্ষিপ্ত আলােচনা ও র‍্যালী অনুষ্ঠিত হবে বলে সভায় জানান। এছাড়া সভায় খাদ্য অধিকার আইন চাই দাবী করে বক্তব্য দেন কামরুজ্জামান কামাল, ইন্জিয়ার আব্দুল ওয়াহিদ, আনছার আলী, আওয়াল হাসন, সুরাইয়া, জসমিন আক্তার, লাভলী, সাহান, শাহাবুদ্দিন, মাস্তাফিজুর রহমান, মাসাররফ হাসন, ইঞ্জিনিয়ার খালিদ হাসন, মনির হাসন ও মঈন উদ্দিন প্রমুখ।

দর্শনা প্রতিনিধি:




মেহেরপুর ও জীবননগরে হাত ধোয়া দিবস পালিত

মেহরপুর ও জীবননগর বিশ্ব হাত ধায়া দিবস পালিত
বিশ্ব হাতধােয়া দিবস উপলক্ষে মেহেরপুর পরসভার উদ্যাগ বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমানের নেতৃত্ব র‍্যালীটি পৌরসভা কার্যালয় চত্ত্বর থক শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‍্যালী শে বক্তব্য রাখেন মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান ও পৌর সচিব তফিকুর রহমান । এ সময় প্যানল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, শিউলি আক্তার প্রমুখ উপস্তিথ ছিলন।
জীবননগর প্রতিনিধি জানান, সকলের হাত পরিছন্ন থাক এবং সকলর জন্য উনত স্যানিটেশন নিশ্চিত হােক সুস্ব্য জীবন এই প্রতিপাদ্যক সামনে রেখে জীবননগর জাতীয় স্যানিটশন মাস ও বিশ্ব হাত ধােয়া দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সাড় ১০টার সময় জীবননগর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালীবের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা চক্তরের বটতলায় স্কুুুুলের শিক্ষার্থীদের হাত ধায়ার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
জীবননগর উপজলা প্রশাসনের আয়াজেন ও ব্রাকের সহযাগিতায় উপজলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজলা পরিষদর মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা সুলতানা লাকী, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, মৎস্য অফিসার ফরহাদুর রেজা, কৃষি অফিসার শারমিন আক্তার , ব্রাক দাবির এরিয়া ম্যানজার সাইফুল ইসলাম, শাখা ব্যবস্াপক মােস্তাক আহম্মদ, প্রগতি এরিয়া ম্যানজা আক্তারুজ্জামান , এসসিডিপির শাজাহান মাল্লা , ব্রাক ওয়াশ কর্মসূচির সংগঠক আলমগির হুসাইন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী জনস্বাস্য প্রকশলী রাজিব হাসান রাজু।




মেহেরপুর খােকসা ফ্রেন্ডস ক্লাব এন্ড লাইব্রেরি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের খােকসা গ্রাম ফ্রেন্ডস ক্লাব এন্ড লাইব্রেরি পূর্ণাঙ্গ কমিটি অনুমােদন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খােকসা শেখপাড়া জামে মসজিদের সাবক ইমাম হাফেজ মাওলানা আব্দুল মামিন। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মেহেরপুর এজেন্ট সিটি ব্যাংকের চেয়ারম্যান ও খােকসা হাফেজিয়া মাদ্রাসার অর্থ সম্পাদক মােস্তাক আহম্মদ মিলন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খােকসা গ্রামের মেম্বার আমিলউদ্দীন, সাদিকুর রহমান, খােকসা শেখ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আপেল।
খােকসা ফেন্ডস ক্লাব ও লাইব্রেরির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন হাসানুল হক হিরােক, সহ- সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক সলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক শাহারিয়া পারভেজ রকি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক শাহানিয়ার পারভেজ রনি,অর্থ সম্পাদক মেহেদী হাসান লাজুক , সহ- অর্থ সম্পাদক মীর ফালাক, প্রচার সম্পাদক ফিরাজ, সহ- প্রচার সম্পাদক নুুুর আলম, দপ্তর সম্পাদক সাজিবুল, সহ- দপ্তর সম্পাাদক সুভান, প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান ইমন, সহ- প্রকাশনা সম্পাদক মাবারক শখ, প্রশিক্ষণ সম্পাদক খাকসা স্ুল পাড়ার জাম মসজিদ এর ইমাম মামুনুর রশিদ, সহ- প্রশিক্ষণ সম্পাদক আশাদুল মাল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিন থাদার, সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক রিটু, যুব কল্যান ও কর্মসংস্ান সম্পাদক নাজমুল হুসাইন, সহ- যুব কল্যান ও কর্মসংস্ান সম্পাদক রাবি, মিডিয়া সম্পাদক তাফাজ্জল হাসন, সহ- মিডিয়া সম্পাদক আজহারুল শখ, সাংস্ৃতিক সম্পাদক তাছিরুল শখ, সহ- সাংস্ৃতিক সম্পাদক জিয়া শাহ, সমাজ কল্যান সম্পাদক মিথুন, সহ- সমাজ কল্যান সম্পাদক আবু তালব, ক্রীড়া সম্পাদক ফয়সাল, সহ- ক্রীড়া সম্পাদক রউফ, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ, সহ- ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মাসুদ, ব্যবস্াপনা বিষয়ক সম্পাদক আরিফ, সহ- ব্যবস্াপনা সম্পাদক রাজন, ত্রাণ ও দুর্যাগ সম্পাদক ইয়াছিন মাল্লা, সহ- ত্রাণ ও দুর্যাগ সম্পাদক মাসুদ রানা, স্বাস্য বিষয়ক সম্পাদক সমুন, সহ- স্বাস্য বিষয়ক সম্পাদক সবুজ খান, ধর্ম বিষয়ক সম্পাদক রুস্তুম, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, পরিবশ বিষয়ক সম্পাদক শাফিউল ইসলাম, সহ- পরিবশ বিষয়ক সম্পাদক সাবির আহমদ সাদ্দাম, বিদশ বিষয়ক সম্পাদক সজিব থাদার।

আমঝুপি প্রতিনিধি




শিশু তুহিন হত্যা: বাবাসহ তিনজন ৩ দিনের রিমান্ডে

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে তার বাবা আবদুল বছিরসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি দুজন হলেন তুহিনের চাচা আবদুল মছবির ও প্রতিবেশী জমসের আলী।

পুলিশ তুহিনের মা মনিরা বেগমের দায়ের করা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে। তাদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বিচারক শ্যাম কাÍ সিনহা প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সুনামগঞ্জে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মামলায় এখন পর্যÍ পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য দুজন হলেন তুহিনের আরেক চাচা নাসির মিয়া ও চাচাতো ভাই শাহরিয়ার। গত রোববার রাতের কোনো এক সময় শিশু তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল সোমবার তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধ দিরাই থানায় হত্যা মামলা করেন। তবে গতকাল দুপুর থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে তুহিনের বাবা, চার চাচা, এক চাচি ও এক চাচাতো বোনকে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান আজ দুপুরে বলেন, এ ঘটনায় তুহিনের পরিবারের লোকজন জড়িত। প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে। কে, কারা, কখন, কীভাবে তাকে হত্যার করেছে; সবকিছু তারা জেনেছেন। শিশু তুহিনের বয়স মাত্র পাঁচ বছর। কদম গাছের ডালে ঝুলছিল তার নিথর দেহ। পেটে ঢোকানো ছিল দুটি লম্বা ছুরি। তার দুটি কান ও যেনাঙ্গ কেটে ফেলা হয়। এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে। তার বাবার নাম আবদুল বাছির। তিনি পেশায় কষক।

নিজস্ব প্রতিনিধি




ঢাকায় আরও দুই মেট্রোরেল, খরচ ৯৪ হাজার কোটি টাকা

রাজধানী ঢাকা শহরে আরও দুটি মেট্রোরেল হছে। এতে খরচ ধরা হয়েছে প্রায় ৯৪ হাজার কোটি টাকা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই দুটি প্রকল্প পাস হয়।

নতুন দুই মেট্রোরেলের মধ্যে একটি হবে বিমানবদর থেকে নতুন বাজার, বাড্ডা হয়ে কমলাপুর রেলস্টেশন পর্যÍ। এর দঘর্য হবে ৩১ কিলোমিটার। এটি ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেট প্রজেক্ট বা লাইন-১ নামে পরিচিত হবে। আরেকটি মেট্রোরেল হবে সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুনবাজার হয়ে ভাটারা পর্যÍ। এর দঘর্য ২০ কিলোমিটার। এই রুটটি এমআরটি লাইন-৫ নামে পরিচিত হবে। প্রথম প্রকল্পে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। প্রথম প্রকল্পটি শেষ হবে ২০২৬ সালের জুন মাসে। দ্বিতীয় প্রকল্পে খরচ ৪১ হাজার ২৩৮ কোটি টাকা।

শেষ হবে ২০২৮ সালের ডিসেম্বর মাসে। দুটি প্রকল্পেই জাপানের সাহায্য সংস্াা জাইকা অর্থায়ন করবে।
প্রধানম্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান পরিকল্পনাম্ত্রী এম এ মানান।

নতুন মেট্রোরেল প্রকল্প সম্পর্কে এম এ মানান বলেন, প্রকল্পগুলোকে সড়কের সবচেয়ে বেশি ব্যয়ের প্রকল্প বলা যায়। তবে নির্মাণ শেষ হলে ঢাকা হবে বিশ্বমানের শহর। তবে প্রধানম্ত্রীর নির্দেশনার বিষয়ে ম্ত্রী জানান, মেট্রোরেলের জন্য হাতিরঝিল যেন নষ্ট না হয়। এ ছাড়া মেট্রোরেলের কারণে ঘনবসতিপূর্ণ এলাকা হলেও কোনো ব্যাঘাত ঘটানো যাবে না।

আজকের একনেকে সব মিলিয়ে ১ লাখ ২৫ কোটি টাকার ১০টি প্রকল্প পাস হয়। একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ৪৮৫ কোটি টাকার ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যÍ চার লেনে উনীত করা; ৪২১ কোটি টাকার ডোমার-চিলাহাটি-ডাউলাগঞ্জ, ডোমার-জলডাকা এবং জলঢাকা-ভাদুরদরগাহ-ডিমলা জেলা মহাসড়কের মান উনীত করা; ৭৩১ কোটি টাকার কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক যথাযথ মানে উনীত করাসহ ছয়না-যশোদল-দেদ্দশত বাজার সংযোগ সড়ক নির্মাণ; ১ হাজার ৭১৯ কোটি টাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন অবকাঠামো উনয়ন; ১ হাজার ৮৮ কোটি টাকার ঢাকার মিরপুরের পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ১২৯ কোটি টাকার ঢাকার আজিমপুরে বিচারকদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ; ৫৮০ কোটি টাকার ইরিগেশন ম্যানেজমেট ইম্প্রুভমেট প্রজেক্ট এবং ৭০ কোটি টাকার জলবায়ু পরিবর্তনের বিরপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগে পুনঃ বনায়ন ও অবকাঠামো উনয়ন প্রকল্প।

নিজস্ব প্রতিনিধি