পল্টনে সমাবেশমুখী বিএনপির অর্ধশত নেতাকর্মী আটক

পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রাজধানীর পল্টন এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে তাদের আটক করে নিয়ে গেছে রমনা ও পল্টন থানা পুলিশ।
দলের নেতাকর্মীদের আটকের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল। আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
ভারতের সঙ্গে ‘দেশবিরোধী চুক্তি’ বাতিল ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ চলছে। সেই সমাবেশমুখী মিছিল থেকে তাদের আটক করা হয়।
পূর্বঘোষিত হলেও সমাবেশের জন্য পুলিশের অনুমতি পায়নি বিএনপি। কিন্তু গতকাল শনিবার দুপুর থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে দলটি।
সকাল থেকে সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই নয়াপল্টনে কঠোর অবস্থান নেয় পুলিশ। দুপুর ১২টার দিকে দুই দফায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিনিধি:




বুয়েট ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষ সিলগালা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন হলে অবস্থান করা অবৈধ, অনিয়মিত শিক্ষার্থীদের রুম সিলগালা করা শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) মিজানুর রহমানের নেতৃত্বে এ কাজ শুরু হয়।

গতকাল প্রথম দিন বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামিউস সানির আহসানউল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষ এবং শেরে বাংলা হলে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ৩০১২ নম্বর কক্ষ সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন হলে ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে পরিচিত কয়েকটি কক্ষও সিলগালা করা হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আবরার ফাহাদের হত্যার পর দাবির মুখে বুয়েটে ছাত্র ও শিক্ষকদের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করেন।
ডিএসডব্লিউ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এই অভিযান চলবে। হল প্রভোস্টরা হলগুলোতে অভিযান চালাবেন।

নিজস্ব প্রতিনিধি:




হেলমেট ছাড়াই পেট্রোল বিক্রি করছে গাংনীর হোসেন ফিলিং ষ্টেশন

মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশ অমান্য করে হেলমেট না থাকলেও পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে গাংনীর মালসাদহ হোসেন ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে। শনিবার দিনভর হেলমেট বিহীন মটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রিয় করেছেন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান। তিনি বলেন,সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা ও চালকদের নিজেদের সেপ্টি করার জন্য হেলমেট ব্যবহারের উপর জোর দিচ্ছে পুলিশ সুপার মহোদয়।
কিন্তু পুলিশ সুপারে নির্দেশ অমান্য করে তেল বিক্রি করায় তিনি প্রশাসনকে বদ্ধাঙ্গুললি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার ভুমি সুখময় সরকার বলেন, হোসেন ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে যে কোন সময় ভ্রাম্যমান আদালরে অভিযান চালানো হবে।
এদিকে প্লাস্টিকের ড্রামে যত্রতত্র পেট্রোল বিক্রি করছে হোসেন ফিলিং ষ্টেশন। এসব তেল বোতলে ভরে বাজার জাত করার পর তা দিয়ে নাশকতার আশংকা করছে আইশৃংখলা বাহিনীর সদস্যরা। এবিষয়ে কোন মন্তব্য করেনী হোসেন ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ।

গাংনী প্রতিনিধি:




শহীদ রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রবাক্স ক্লাবের জয়লাভ

মেহেরপুরে শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪-৩ ব্যবধানে গোল্ড কিংস ক্লাব পরাজিত করে শিরোপা জিতেছে রবাক্স ক্লাব। শনিবার বিকালে ফাইনাল খেলাই পুরো অংশ গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে গড়াই খেলাটি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিটি ব্যাংক মেহেরপুর শাখার জেনারেল ম্যানেজার মোস্তফা আহম্মেদ মিলন, ২ নং কাউন্সিলর আল মামুন প্রমুখ।

পুরাতন পোষ্ট অফিস পাড়া যুব সংঘ এই খেলার আয়োজন করে। খেলা পরিচালনা কমিটির আহবাহয়ক ছিলেন সিফাত যুগ্ম আহবায়ক ছিলেন আল সাবিদ।

নিজস্ব প্রতিনিধি:




চুয়াডাঙ্গায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
পরে বেলা ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা শ্রমিকলীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, শ্রমিকলীগের সহ-সভাপতি ইসলাম উদ্দীন ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার।

এ সরকারের গত ১০ বছরের শাসনামলে সারা দেশে শ্রমিকদের জীবন মানের ব্যাপক উন্নতি হয়েছে। দীর্ঘদিনের শ্রমিকদের নানা দাবি দাওয়াও পূরণ হয়েছে এ সরকারের মেয়াদেই।
আলোচনা সভা শেষে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:




জীবননগরে বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ জন জুয়ারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে আন্তজেলা জুয়ারি চক্রের ১৩ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোররাতে উপজেলার রঘুনন্দপুর গ্রামের বিএনপি নেতা মুন্সি আবুল কাশেমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে জুয়ার নগদ ৪০ হাজার টাকা, তিনটি মোটরসাইকেল ও জুয়া খেলার নানা সরঞ্জাম।

গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের ব্রীজ পাড়ার আব্দল হালিম (৩৫), ইছাহক আলী (৩৪), আলামিন (৩৫), জামাল হোসেন (৩২), বাজার পাড়ার মুরাদ হোসেন (৪২), ওলিয়ার রহমান (৪০), নারায়রপুর গ্রামের লিটন (৩২),সোহাগ (২৮), জাহিদ (৩৮), দৌলৎগঞ্জ গ্রামের মানিক (৩০), প্রতাবপুর গ্রামের আলফাজ (৪০), পুরাতন লক্ষীপুর গ্রামের আ: মান্নান (৪২) ও মহানগর উত্তর পাড়ার মিল্টন ড্রাইভার।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (এএসপি, দামুড়হুদা ও জীবননগর সার্কেল) আবু রাসেল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের বাড়ির গরুর গোয়াল ঘর থেকে ওই ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে। তবে মূল হোতা বিএনপি নেতা মুন্সি আবুল কাশেমকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের প্রক্রিয়া চলছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের বেশ কয়েকটি দল শুক্রবার রাতে অভিযান চালায় উপজেলার রঘুনন্দপুর গ্রামে। এ সময় ওই গ্রামের বিএনপি নেতা মুন্সি আবুল কাশেমের বাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে আটক করা হয় ১৩ জুয়ারিকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৪০ হাজার টাকা, ৩টি মটর সাইকেল ও জুয়া খেলার নানান সরঞ্জাম। সকালে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃত ১৩ জুয়ারিকে আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান জীবননগর থানা পুলিশ।

জীবননগর প্রতিনিধি:




জীবননগরে ড্রাগন ও মাল্টা চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা

জীবননগরে ড্রাগন ও মাল্টা চাষে নিজের ভাগ্য পরিবর্তনের আশা করছেন কৃষকরা। দক্ষিন পশ্চিম অঞ্চলের ছোট্ট একটি জেলা চুয়াডাঙ্গা। এ জেলাটি ফলের জেলা হিসাবেই পরিচিত চুয়াডাঙ্গা জেলার ছোট একটি উপজেলা জীবননগর এটি একেবারে সীমান্ত ঘেষা। জীবননগর শহর থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দুরে ভারতীয় সীমানা।
এ উপজেলার বেশির ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল ধান, মুগ চাষের পাশাপাশি বর্তমান এ উপজেলার কৃষকরা বিদেশী ফল ড্রাগন ও মাল্টা চাষে বেশী উৎসাহিত হয়ে পড়েছেন । তাছাড়া ড্রাগন ফল ঔষধ হিসাবে ব্যবহার হওয়ায় এ চাষে আরও বেশী ঝুকে পড়েছেন কৃষকরা ।
ড্রাগন ফল চাষী উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঠ পাড়ার শাওন বলেন ড্রাগন ফল চাষে প্রথম দিকে খরচ বেশি হলেও এটি একটি লাভজনক চাষ । ড্রাগন গাছটি বিদেশী তাই সচার আচার এ গাছটি পাওয়া যায় না । তাছাড়া ড্রাগন গাছ দেখতে অনেকটা সাপের মত যার ফলে এ চাষটি দেখতে জীবননগর উপজেলা সহ বেশ কয়েকটি জেলার লোকজন জমিতে আসে এবং এ চাষটি করার জন্য অনেক কৃষক ইচ্ছা প্রকাশ করছেন ।
একই কথা বলেন উপজেলার বাঁকা গ্রামের মাল্টা চাষী জাহিদ বাবু , তিনি বলেন আমি শুরুতে পেয়ারার চাষ শুরু করি এবার নতুন করে অল্প পরিসর জমিতে মাল্টা চাষ শুরু করেছি ।
তবে কৃষি বিভাগ যদি একটু সহযোগিতা করত তা হলে এ চাষটিতে একদিকে যেমন লাভবান হওয়া যেত তেমনি দেশের অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হত ।
জীবননগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোর্শেদ আলী বলেন ড্রাগন ও মাল্টা চাষটি এ উপজেলায় একেবারে নতুন চাষ হচ্ছে তবে বর্তমানে এ চাষের দিকে কৃষকরা অনেক উৎসাহিত বলে ধারনা করা হচ্ছে। তবে আশা করা যায় এ চাষটি এ উপজেলাতে যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে একদিন এ চাষগুলো জীবননগর উপজেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে।

জীবননগর প্রতিনিধি:




আলমডাঙ্গায় কৃষকের ঘর ভাংচুর, হুমকি

আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের দরিদ্র কৃষক জিন্নাত আলীর টিনের একটি ঘর ভেঙে তান্ডব চালিয়েছে এলাকার কয়েকজন প্রভাবশালি। ঘরে থাকা কৃষি পণ্য লুটপাট ও তছনছ করা হয়েছে। ঘরের টিন ফেলে রাখা হয়েছে ছড়িয়ে-ছিটিয়ে। বর্তমানে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে। প্রভাবশালিদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

জানা গেছে, গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জিন্নাত আলী কৃষিকাজ করেন। বাড়ির পাশে একটি টিনের ঘরে কৃষিপণ্য ও সরঞ্জাম রাখেন। গ্রামের মোজাহার মন্ডলের ছেলে গোলবার হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা সম্প্রতি এক রাতে জিন্নাত আলীর কৃষিপণ্য রাখার টিনের ঘরটি ভেঙে দেয়। ঘর ভেঙেই নিশ্চুপ থাকেনি গোলবার। জিন্নাত আলীকে হুমকিও দেওয়া হচ্ছে। ভয়ে জিন্নাত আলী তার ঘর নতুন করে মেরামতও করতে পারছেন না।
জিন্নাত আলী জানান, গ্রামের গোলবার হোসেনের নির্দেশে তার সাঙ্গপাঙ্গ একই গ্রামের ইজাজুল, আজিজুল, ফিরু, হেবা, মিনারুল, ইকরামুল, চায়না, নাজমুল, মিরাজুল, লন্ডন, লালমিয়া, দুলাল ও নূরনাহার তার ভেঙে দেয়।

ঘটনার বিষয়ে ঘোলদাড়ি ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ এএসআই রাজু আহমেদ বলেন, ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে দুপক্ষকে নিয়ে মিমাংসা করা যায় কিনা সেটাও চেস্টা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:




দরবেশপুর জোড়া খুন মামলায় দুইজনের স্বীকারোক্তি

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের রোকন বিশ্বাস ও হাসান বিশ্বাস খুন মামলায় ৫ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে। এদের মধ্যে আব্দুল হাকিম ও কালু নামের দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামীরা হলেন আব্দুস সালাম,তারাচাঁদ ফকির, মামলত হোসেন স্বীকারোক্তি না দিলেও কারাগারে আটক আছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান হাবিব জানান, আমরা এ পর্যন্ত পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছি। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে দুইজন। আসামিরা সকলেই জেল হাজতে রয়েছে। আমরা আশা করছি দরবেশপুর জোড়া খুনের মামলার সম্পূর্ন তথ্য অতি দ্রুত পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনগনের সামনে তুলে ধরবেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামের শোলমারী বিলে মাছ পাহারা দেওয়ার সময় যুবলীগ নেতা রোকনুজ্জামান বিশ্বাস ও তার চাচাতো ভাই হাসান বিশ্বাস নামের দুই জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর দিন মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী আলেয়া খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিজস্ব প্রতিনিধি:




শেখ হাসিনার মনোনিত এমপিকে হটাতে যুবলীগের উত্তেজিত ব্যানার!

এক ব্যানারকে কেন্দ্র করে আওয়ামীলীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকনকে হটাতে গাংনী বাজারে একটি উত্তেজিত ব্যানার টাঙায় উপজেলা যুবলীগ।

ব্যানারে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেনের ছবি দেওয়া আছে।
শনিবার সকাল ১১ টার সময় ব্যানার টাঙানোর পর থেকে দিনভর গাংনীতে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনা প্রশমনে গাংনী থানা পুলিশ বাজারে অবস্থান নেয়।

এ সময় সহিংসতা এড়াতে গাংনী বাজারে অর্ধশতাধিক পুলিশ সদস্য মটরসাইকেলে মহড়া দেয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গাংনী উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে কুখ্যাত রাজাকার পুত্র দূর্নীতিবাজ সাহিদুজ্জামান খোকন সহ হাইব্রীড মুক্ত আওয়ামীলীগের নেতৃত্ব চাই শিরোনাম দিয়ে যুবলীগের নাম দিয়ে একটি ব্যানার টাঙ্গানো হয়েছে। মুলত এই ব্যানারকে কেন্ত্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন দাবি করে বলেন, সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন একজন রাজাকার পুত্র এবং দুর্নীতিবাজ। নির্বাচিত হওয়ার পর থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা বানিজ্য করেছে। ৩টা খাল কাটায় বিপুল পরিমান টাকা কমিশন নিয়েছেন।
নির্বাচনে হলফ নামায় নাম মাত্র টাকা ও সম্পদ উল্লেখ করলেও নির্বাচিত হওয়ার কয়েক মাসের ৩০ লক্ষ টাকার গাড়ী,র‌্যাব ক্যাম্পের সামনে জমি ক্রয় সহ নিজ গ্রামে গড়েছে অট্ট্রলিকা। নামে বেনামে সম্পদের পাহাড় গড়ছেন। এছাড়া তার বাবা আব্দুল গনী বিশ্বাস একজন চিহিৃত রাজাকার ছিলেন।
তাই জননেত্রীর নির্দেশনা অনুযায়ী রাজাকার,রাজাকার পরিবার ও হাইব্রীড মুক্ত কমিটির গঠনে দাবি জানিয়েছে যুবলীগ। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আমাদের মতো ছোট্ট এলাকার সঠিক খবর কেউ পৌছে দেয়না বলেই তিনি জানতে পারেননি একারণে রাজাকার পুত্র সাহিদুজ্জামান খোকনকে এবারের মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে লুটপাট ও আওয়ামীলীগ নেতা কর্মীদেও মাঝে বিবাদ ও নির্যাতন শুরু করেছে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, একটি ব্যানারকে কেন্দ্র করে গাংনী শহরে উত্তেজনা দেখা দিলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বাজারে অবস্থান নেয়।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন বলেন, তিনি এ বিষয়ে সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন।

গাংনী প্রতিনিধি: