রংপুরে উপনির্বাচনে জয়ী সাদ এরশাদ

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। গতকাল শনিবার সন্ধ্যা দিকে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন সাদকে বিজয়ী ঘোষণা করেন। এই নির্বাচনে ২১.৩৬ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। গত ১৪ জুলাই এরশাদ মারা যাওয়ার ফলে এই আসনটি শূন্য হয়। এরপর গত ১ সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ আসনে ভোট হয়। জাতীয় পার্টির প্রার্থীর সমর্থনে এই নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচনে জাপার প্রার্থীসহ মোট ছয় প্রার্থী অংশ নেন। প্রার্থীরা হলেন, বিএনপির রিটা রহমান, এনপিপির শফিউল আলম, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-ল, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার। হোসেন মকবুল এরশাদের ভাতিজা ও জাপার সাবেক সাংসদ।




দুই দেশের সম্পর্ক ‘আরও উচ্চতায়’ নেওয়ার অঙ্গীকার জয়শঙ্করের

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত। গতকাল শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইট বার্তায় বলেন, জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয় সর্বোচ্চ অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। জয়শঙ্করের বক্তব্য উদ্ধৃত করে রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে।
বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গগুলী।

 




মেহেরপুরের দুর্গাপূজার ২য় দিন

২য় দিনে পূজার মন্ডপ গুলোতে ছিল উৎসবের আমেজ। ঢাকের বাজনায় মন্ডপ গুলোতে আরাধনায় মগ্ন ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষে পূজা মন্ডপের পাশ দিয়ে বসেছে অসংখ্য মেলার স্টল। সব ধর্মের মানুষ আসছে মেলায় ঘুরতে সেই সাথে কিনছে নানা রকম খেলনা। পূজা মন্ডপকে ঘিরে বসেছে মুখরোচক নানা খাবারের দোকান। মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মেহেরপুর জেলার ৪১টি পূজা মন্ডপে গত শুক্রবার শ্বারদীয় দুর্গাপূজার শুরু হয়েছে।

পূজা আনন্দ মুখর করতে জেলার পূজা ম-প গুলি সাজানো হয়েছে নানা রঙে। মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় এ উৎসব। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পূজা ম-পের নিরাপত্তায় পুলিশ ও আনসার, সদস্যরা দায়িত্ব পালন করছে। প্রায় প্রতিটি ম-পে স্বেচ্ছা সেবক বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে গোপন শাখার পুলিশ সদস্যরা এবং টহল পুলিশ এবং সমন্বয় কমিটির সদস্যরা সার্বিক সহযোগিতায় থাকছেন।

এ দিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুর জেলায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে মেহেরপুরের বিভিন্ন মন্ডপ গুলো তিনি পরিদর্শন করেছেন।

মেহেরপুর পৌরসভার পক্ষ থেকে শহরের মন্দিরের পুরোহিতদের দেওয়া হয়েছে বিশেষ শুভেচ্ছা উপহার।
মেহেরপুরের বেশ কিছু পূজা মন্ড ঘুরে দেখা যায় এ বছর উৎসবের আমেজ একটু বেশিই। শহরের বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির লোকজন জানাই, গত বছরের তুলনায় এ বছর উসবের আমেজ বেশি। সব ধরনের মানুষ আসছে পূজা দেখতে। তবে এ বছর পূজার আয়োজনে খরচও হয়েছে বেশি।

নিজস্ব প্রতিনিধি:




মেহেরপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

আসন্ন আওয়ামীলীগের কাউন্সিল উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগ বর্ধিত করেছে। শনিবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।

এসময় তিনি বলেন,মুজিবনগরখ্যাত মেহেরপুরের মর্যাদা রক্ষা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভৌগোলিকভাবে মেহেরপুর জেলার আয়তন ছোট হলেও ইতিহাসের পাতায় এর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এই জেলাতেই বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে তৎকালীন বৈদ্যনাথতলা গ্রামে। সেদিনই বঙ্গবন্ধুর নামে বৈদ্যনাথতলা মুজিবনগর নামকরণ করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মেহেরপুর-২ গাংনী আসনের এমপি মো. সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক এমপি জয়নাল আবেদীন, গাংনীর সাবেক এমপি মকবুল হোসেন, সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি সেলিনা আকতার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি:




মেহেরপুর হাসপাতালে রোগীর ব্যাতীক্রমী উদ্যোগ : সুস্থ্য হয়ে ফুল বিনিময়

আমরা সচারচর দেখে আসছি রোগিকে ফুল বা ফল নিয়ে দেখতে আসেন স্বজনেরা। কিন্তু এবার রোগী নিজেই সুস্থ হয়ে হাসপাতালের সব রোগীদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এই ব্যাতীক্রম ঘটনাটি ফটে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সদর উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন এই ফুল বিনিময় করেন।

গত ১ তারিখে হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হোন তিনি। পরে ডাক্তার এবং নার্সদের সেবায় ভালো হওয়ায় আজ শনিবার দুপুরে তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন।

আর বাড়ি ফিরে যাওয়ার সময় হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগিদের সুস্থতা কামনা করে একটি করে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে হাসপাতালে কর্মরত নার্সদের মাঝেও তিনি ফুল বিতরণ করেন।

শিক্ষক বখতিয়ার উদ্দিন বলেন, আগের চিকিৎসা ব্যবস্থা এবং বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান ভালো চান। ফুল মানুষের মনকে ভালো করে আর তাই রোগিদের মাঝে ফুল দিয়েছেন।

এই ব্যাতীক্রমী উদ্যোগে হাসপাতাল কতৃপক্ষ সহ রোগীরাও জানান খুশি হওয়ার কথা।

নিজস্ব প্রতিনিধি:




গাংনীতে গণিত উৎসব অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে জেলা ব্যাপী গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকলে সময় গাংনী মহিলা ডিগ্রী কলেজে এ অনুষ্ঠান শুরু হয়।

গাংনী গণিত পরিবারের সভাপতি মুনিম হাসান শাফা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহাঃ রবিউল ইসলাম, কুষ্টিয়া সার্কেল এন সওজ এর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, মোঃ মখলেছুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মজিরুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর জেলার প্রায় ৮০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে গনিতবিদ গণিত উৎসবে অংশগ্রহন অংশগ্রহন করেন।




গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরের গাংনীতে সড়ত দুর্ঘটনায় আকতার নামের এক গম মাড়াই গাড়ি চালক নিহত হয়েছে। শনিবার দুপরে উপজেলার বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন হিজলবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গম মাড়াই মেশিন নিয়ে যাওয়ার সময় পিছন থেকে কুষ্টিয়অগামী একটি ট্রাক ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়।

এ সময় ট্রাকটি তার মাথায় উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 




স্বাধীনতা বিরোধী শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে : ফরহাদ হোসেন

স্বাধীনতা বিরোধী শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামীলীগের বিরোধীতা করে চলেছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।

শুক্রবার বিকাল ৪ টায় পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদী পূর্ন খনন করার টেন্ডার পাশ হয়েছে দ্রতই কাজ শুরু হবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য সব ব্যবস্থা করা হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনী।

বিশেস অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী,সাবেক সংসদ সদস্য মো: মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান সহ সরকারী কর্মকর্তা,আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি :




গাংনীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা : ৪ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুরের  গাংনীতে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাব্বি হোসেন (২২) সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ঐ কলেজ ছাত্রীর ভাই ইসতিয়াক আহমেদ বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় কাজীপুর বর্ডার পাড়ার রেজাউল হকের ছেলে ডিস ব্যবসায়ী লম্পট শাহরিয়ার হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, গাংনীর সীমান্তবর্তী কাজীপুর ডিগ্রী কলেজের নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনে কলেজ চলাকালীন দুপুর সাড়ে ১২ টার সময় কলেজের সিঁড়ি থেকে পূর্বপরিকল্পিতভাবে কলেজের ১ম বর্ষের ছাত্রী (কাজলী-ছদ্মনাম)কে জোরপূর্বক ধরে নিয়ে ৪র্থ তলার উপরের সিড়িতে নিয়ে (চিলে কোঠা) টানা হেঁচড়া করে এবং ছাত্রীর স্পর্শকাতর স্থানে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।  এসময় তাকে সহায়তাকারী কাজীপুরের সাজ্জাদ, ঘরামী পাড়ার মন্টুর ছেলে সাঈদ ,ফরিদের ছেলে ফারুক ও হোসেন সিঁড়ির গেটে পাহারাদার হিসাবে অপেক্ষা করছিল। উদ্দেশ্য ছিল ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষন করার।

এসময় শ্লীলতাহানির স্বীকার ছাত্রীর বান্ধবী ঝর্ণা অবস্থা বেগতিক দেখে তার ক্লাসের বন্ধু রুবেলকে বিষয়টি জানায়। রুবেল তার বান্ধবীকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী তাইয়ূম আলীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে।

ততক্ষণে লম্পট দল পালিয়ে যায়। এসময় কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমানের অবর্তমানে ভাইস প্রিন্সিপাল রফিকুজ্জামান প্রশাসনের সহযোগিতা কামনা করেন।কলেজে প্রকাশ্যে এরকম ঘটনায় অভিভাবকগন উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এব্যাপারে গাংনী থানা ইনচার্জ ওবাইদুর রহমান জানান, কলেজ ছাত্রী উত্যক্তকারী রাব্বিকে আটক করা হয়েছে॥ শিশু ও নারী নির্যাতন দমন আইনের ১০(৩০) ধারায় মামলা হয়েছে। মামলা নং ০২। তাং ০৪-১০-১৯। জড়িত অন্যান্যদেরকের আটক করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

গাংনী প্রতিনিধি :




ঝিনাইদহে “স্বপ্ন পূরণ” সংগঠনের শুভ উদ্ভোধন

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর গ্রামে স্বপ্ন তরুণ সংগঠনের শুভ যাত্রা শুরু করলো।
সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা বিশেষ ভূমিকা পালান করবে বলে আশা করা যাই শুধী সমাজ জানাই। সকলে এই কাজে এগিয়ে আসবে আশা করেছে এলাকাবাসী।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সোনাতনপুর পুলিশ ক্যম্পের এস আই রফিকুল ইসলাম, এ এস আই ইব্রাহিম,স্বপ্ন তরুণ সংগঠনের সভাপতি মোঃসোহরাব আলী ও সাধারণ সম্পাদক দ্বিপ্ত কুমার সহ স্বপ্ন তরুণ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

বিশেষ অতিথি এস আই রফিকুল ইসলাম স্বপ্ন তরুণ সংগঠেনর উদ্দেশ্য করে তিনি অনেক দিক নির্দেশনা মুলক কথা বলেন।
উল্লেখ্য বৃক্ষ রোপন দিয়ে এই সংগঠের কার্যক্রম শুরু হয়। সোনাতনপুর পুলিশ ক্যাম্প, সোনাতপুর মসজিদ, সোনাতনপুর শ্বাশানে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন।

হরিণাকুন্ডু প্রতিনিধি: