বাংলাদেশের সাফল্যেই প্রধানমন্ত্রী একের পর এক স্বীকৃতি পাচ্ছেন: ছেলুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বাংলাদেশের উন্নয়নের ব্যাপক সাফল্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^ব্যাপি একের পর এক স্বীকৃতি পাচ্ছেন। দেশবাসীকে সাথে নিয়ে এ সাফল্য ধরে রাখতে হবে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা কালে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কারে ভূষিত হওয়ায় চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জনসভায় প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে বলেন, সারাদেশে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা দলেও কার্যকর করা হবে। অতএব ষড়যন্ত্রকারীরা এর থেকে রেহায় পাবেন না। তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে যারা পুটি মাছের মতো দলের ক্ষতি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অনেকে ঘরের মধ্যে বসে গোপন বৈঠক করে দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করা হবে।
তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। নেত্রী ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা পরিশ্রম করছেন। আর কেউ কেউ ষড়যন্ত্র নিয়ে আছে। তাদের ধোকাবাজি আর চলবে না। আমরা চাই চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন। রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। যা কিছু বাকি আছে তা করা হবে। জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জামায়াত, বিএনপি ও ফ্রীডম পার্টি থেকে অনেকেই আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তারা দলের ক্ষতি করছে। তাদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে। জেলার ইউনিয়নগুলোতে দলের যে ইউনিয়ন কমিটি গঠন করা হচ্ছে সেসব ইউনিয়নে গিয়ে দলের মধ্যে থাকা স্বাধীনতা বিরোধীরা পাল্টা কমিটির নামে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের প্রতিহত করার সময় এসেছে। ওইসব স্বাধীনতাবিরোধীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের যে মহাসড়কে উন্নীত হয়েছে তার স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী একের পর এর পুরস্কৃত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তা অতীতে আর কখনও হয়নি। বাংলাদেশের এই উন্নয়নের ধারা টিকিয়ে রাখার জন্যই সরকার প্রধান দূর্ণীতিবিরোধী যে অভিযান শুরু করেছে। এ ধারা বজায় রাখার মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণ হবে।




ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদ্বন্ড

হরিণাকুন্ডু প্রতিনিধি:
হরিণাকু-ু উপজেলার ভায়না গ্রামের ভ্যান চালক সোহেল রানা ( ১৮) নামে এক যুবক কে ইভটিজিংয়ের দায়ে ১৫ দিনের কারাদ্বন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারাদ্বন্ড প্রাপ্ত সোহেল রানা ঐ গ্রামের আশিরুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঐ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়। নায়েব আলীর পূত্র জাফিরুল ইসলামের মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিঃ এর সময় ভায়না গ্রামের আশিরুল ইসলামের পূত্র ভ্যান চালক সোহেল রানা (১৮) পাখিমারা গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বিদ্যালয়ে না নিয়ে সিরাজুল ইসলামের বাড়ীর পার্শে পান বরজ ভিতর নিয়ে যেতে উদ্বত হলে ছাত্রীর চিৎকারে পাশের বরজে মেহনতি করা ২ জন ব্যক্তি ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং ভ্যান চালক সোহেলরানা কে আটকায়ে পুলিশে খবর দেয় ।




মুজিবনগরে দূর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং

মুজিবনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় মুজিবনগর থানার সকল পর্যায়ের পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৃহস্প্রতিবার সকাল সাড়ে এগারোটার দিকে মুজিবনগর থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ব্রিফিং এ নেতৃত্ব দেন। এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, পুলিশ পরিদর্শক( তদন্ত) আমিরুল ইসলাম। দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনী সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও করণীয় বিষয়ে ব্রিফ করা হয়। মুজিবনগরে মোট ৬ টি স্থানে পূজামন্ডবের আয়োজন করা হয়েছে।




গাংনীতে পূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং

মেহেরপুরের গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় গাংনী থানার সকল পর্যায়ের পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী থানা চত্বরে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেরপুর সদর হাসিব উল আলম, আনসার ভিডিপি গাংনী উপজেলা কর্মকর্তা উর্মিলা খাতুন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান। দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনী সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও করণীয় বিষয়ে ব্রিফ করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, গাংনীতে মোট ২২টি পূজা মন্ডপ সহ জেলায় মোট ৪১টি পূজা মন্ডপকে উৎসব মূখর করে তোলা ও পরিবেশ সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের। এ জন্য সকলকে সহযোগিতা করতে হবে। সেই সাথে আমার বিভিন্ন ধাপে সাজানো পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সহযোগিতায় থাকবে। এছাড়াও সাদা পোশাকে গোপন শাখার পুলিশ সদস্যরা এবং টহল পুলিশ এবং সমন্বয় কমিটির সদস্যরা সার্বিক সহযোগিতায় থাকছেন। এছাড়াও কোথাও কোন বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলে সাথে সাথে পুলিশ কন্ট্রোলরুম বা ইতোপূর্বে সরবরাহ করা মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দেন।




মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৪ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। এই ৪ দিনে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি, বেসরকারী ও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সফর সূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকাল ৫ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। যশোর থেকে সড়ক পথে ঝিনেদাহ হয়ে মেহেরপুর নিজ বাসভবনে রাত ১০ টায় পৌছাবেন। শুক্রবার বিকাল ৩ টায় গাংনী উপজেলার ভাটপাড়া জেলা প্রশাসক ইকো পার্কের উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান।
পরদিন ৫ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় মেহেরপুর আওয়ামী লীগ দলীয় অফিসে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান। ৬ অক্টোবর রবিবার ৬.১০ মিনিটে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।




মেহেরপুর হাসপাতালে ঔষধের মেয়াদ থাকলেও মান নেই

মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের দেওয়া হচ্ছে মান হিন ঔষধ। প্যাকেটের গায়ে লেখা মেয়াদ থাকলেও নষ্ট হয়ে গেছে এই সব সরবরাহকৃত ঔষধ। বৃহস্পতিবার হাসপাতালের এক রোগীকে হাসপাতালের সরবরাহ করা একপাতা (১০টি) ক্লোপিডোগরেল ৭৫ (হার্টের ঔষধ) এবং এ্যাসপিরিন ট্যাবলেট দেওয়া হয়। এর মধ্যে ক্লোপিডোগরেল ৭৫ ঔষধটির মান নি¤œ ছিল বলে অভিযোগ করেছে রোগীরা। তারা বলেন হাসপাতাল থেকে সরবরাহ করা ঔষধে ছত্রাক জমে গেছে বা গ্রাম বাংলার ভাষায় যাকে বলে ছাতা পড়ে গেছে। বিষয়টি নিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন এর কাছে গেলে উনি কোন কথায় শুনতে চাননি। পরে তত্ত্বাবধায়কক বলেন, এই ঔষধ এখানে আছে এটার জন্য আমি দায়ী না। আপনারা যা পারেন করেন, আমার এখানে থাকার কোন ইচ্ছা নাই । সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লোপিডোগরেল ৭৫ ঔষটির গায়ে মেয়াদ থাকলেও ঔষধের মান কমে গেছে। ফলে ভালো অবস্থায় যে রকম রঙ থাকার কথা সে রকম রঙ নেই। ঔষধের উপর হালকা চাপ দিতেই গুড়ো হয়ে যাচ্ছে। ঘটনা যানা জানি হলে রোগীর কয়েকজন আত্মীয়র জেরার মুখে পড়েন হাসপাতালের আর এম ও ডা. এহসানুল কবীর। এসময় বিভিন্ন প্রশ্নের সম্মক্ষিন হতে আর এম ও কবীরকে। রোগীর আত্মীয়র ভিতর থেকে কয়েকজন বলেন, ইতি মধ্যে বেশ কয়েক জন রোগীকে এইসব ্্্্্্ ঔষধ দেওয়া হয়েছে। যদি তারা ঐ ঔষধ খেয়ে অসুস্থ হয়েপড়ে তবে এর দায় কার। এই প্রশ্নের সঠিক কোন উত্তর তিনি দিতে পারেননি। আরএমও এহসানুল কবীর এসময় বলেন, আমাদের কাছে ঔষধের মান পরীক্ষা করার জন্য তেমন কোন টেকনিক্যাল নেই। এবং এ সব ঔষধ আসে সরাসরি হেড অফিস থেকে, এজন্য আমাদের কিছুই করার থাকে না। তারপরও আমরা চেষ্টা করি রোগীদের ভালো মত সেবা ও ঔষধ দিতে।
এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন বলেন, এই সব ঔষধ সরকারি ভাবে আসে। আমাদের কিছুই করার থাকে না । এছাড়াও ঔষধের গায়ে মেয়াদ লেখা আছে তাতে এখনো মেয়াদ আছে বলে আমরা জানি। কিন্তু কি কারনে এইসব ঔষধের উপর ছাতা পড়লো তা বলতে পারবো না। এছাড়াও আমাদের তেমন কোন যন্ত্র নেই যেটা দিয়ে আমরা ঔষধের মান পরীক্ষা করতে পারবো।
মর্তুজা ফারুক রুপক




মেহেরপুরে অঙ্কুরের কুইজ প্রতিযোগিতা

মেহেরপুর শিশু সংগঠন অংকুরের উদ্যোগে ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সিনিয়র সংগঠক হাসান মাহামুদ, জাগো মেহেরপুরের সংগঠক আব্দুল আলিম, এম এ আন্তাজাতিক ফাইটার মনজুরুল আলম, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকিয়া খাতুন। অংকুরের সহ সভাপতি ফারদিন ইমতিয়াজ। পরে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অংকুরের সংগঠক মেহেরাব হোসেন অনষ্ঠান সঞ্চলনায় ছিলেন।




মেহেরপুরে সবজী ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে সবজীর ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে সবজী ভর্তি একটি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ট – ২২-৩২২৮ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পূর্বে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল ট্রাকটি আটক করে। এসময় ট্রাকের ভিতরে থাকা শশা, করলা, লাউ, চিচিঙ্গা ভর্তি বস্তাসহ ট্রাকটি মেহেরপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। রাত ৮ টার দিকে শশার বস্তাগুলি কেটে শশাগুলি বের করলে তার মধ্যে থাকা ১৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্ধা ৬ টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুরে গিয়ে সবজী ভর্তি ট্রাকটিকে জব্দ করে মেহেরপুরে নিয়ে আসে। পরে রাত ৮ টা পর্যন্ত ট্রাকটি তল্লাশি করে ১৫৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ট্রাকের ড্রাইভার নুর ইসলাম ও হেলপার নিয়াম বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।




মেহেরপুরে জেলার সহ ৩ জন কারাগারে

মেহেরপুর জেলখানায় আসামি হত্যার দায়ে মেহেরপুর জেলখানার সাবেক জেলার মোঃ আক্তার হোসেন, সাবেক প্রধান কারারক্ষীর আলামিন ও গঞ্জের আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে দিকে মামলার আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলার মোঃ আক্তার হোসেন বর্তমানে পিরোজপুর জেলখানার জেলার হিসেবে দায়িত্ব পালন করছেন। আলামিন যশোর জেলখানার প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করছেন এবং গঞ্জের আলী অবসরে গেছেন। বৃহস্পতিবার তিন আসামি আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে কৌশলী ছিলেন ইয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে মেহেরপুর জেলা গাংনী উপজেলার বালিয়া ঘাট গ্রামের জামিরুলকে ২০১৬ সালে ৩ অক্টোবর একটি মাদক মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ আক্টোবর তারিখে জামিরুলের জেলখানায় মৃত্যু হয়। জেলার মোঃ আক্তার হোসেন সে সময় জানান, আসামী জামিরুল জেল খানায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার করে। এ ঘটনায় আসামীর স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষ হলেও তদন্ত রিপোটে বলা হয় বিষয়টি রহস্যজনক । এর পর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি যশোর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি তার তদন্ত রিপোটে উল্লেখ করেন নির্যাতনের ফলে আসামী মৃত্যুবরণ করেছেন। আসামী নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন ২০১৩ এর ১৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।




গাংনীর নবিনপুর সরকারি বিদ্যালয় দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ

আকতারুজ্জামান, গাংনী:

মেহেরপুরের গাংনীতে নবিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুই বছরেও নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। নানা জটিলতায় ও অবহেলায় পড়ে আছে আংশিক নির্মিত ভবনটি। এতে শিক্ষার্থীদের পাঠদান যেমন ব্যাহত হচ্ছে তেমনি সরকারের ডিজিটাল রুপ রেখা বাস্তবায়নে কলঙ্ক পড়ছে। কি কারনে নির্মাণ কাজ বন্ধ, কবে নাগাদ শুরু হবে এই প্রশ্ন সবার।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন না থাকায় বাঁশের বেড়ার তৈরী ভগ্ন ও জরাজীর্ণ ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। টিনের চাল আর বেড়ার ফাঁক দিয়ে শিক্ষার্থীদের গায়ে লাগে বৃষ্টির ঝাপটা এবং রোদের সময় প্রচন্ড রোদ। মেঘ উঠতে দেখলেই বই খাতা নিয়ে বাড়ি পালিয়ে যেতে হতো শিক্ষার্থীদের । শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন অনুদান থেকে পাশেই ক্লাশ চালানোর জন্য যেনো তেনো ভাবে কয়েকটি শ্রেনী কক্ষ তৈরী করে পাঠদান করানো হচ্ছে। কবে নাগাদ নির্মানাধীন ভবনের নির্মাণ কাজ শেষ হবে তা জানেনা শিক্ষকসহ এলাকাবাসি। পিইডিপি-৩ প্রকল্পের ৬৩ লাখ ৫২ হাজার ৫শ’ টাকা ব্যয়ে নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তামান্না এন্টার প্রাইজ। বিদ্যালয়ের প্রথম তলা নির্মাণ শেষে, দ্বিতীয় তলা ভবন নির্মান কাজ শুরু করার কয়েকদিনের মাথায় নির্মাণ শ্রমিকদের অবহেলা আর দুর্নীতিরভারে ২০১৭ সালের ৭ই জানুয়ারী দুপুরে ভবনের শিঁড়ি ভেঙ্গে পড়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা । তৎকালিন সময় কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত গাংনী উপজেলা এলজিইডি’র সাব ইঞ্জিনিয়ার সামসুল হকের দাায়িত্বে এবং কর্তব্যে অবহেলার বিষয়টি সামনে আসে সাধারণ মানুষের। বিভিন্ন অভিযোগে স্থানীয়রা বিদ্যালয়ের ভবন নির্মান কাজ বন্ধ করে দেয়। তোপের মুখে পড়েন গাংনী উপজেলায় দায়িত্বরত তৎকালিন প্রকৌশলী মাহাবুবুর রহমান ও সাব ইুনিঞ্জয়ার সামসুল হক।
এ ঘটনায় প্রকৌশলী মাহাবুবুর রহমানের প্রশাসনিক বদলী হলেও ধরাছোয়ার বাইরে থেকে যায় এসও সামসুল হক। বিষয়টি নিয়ে দফায় দফায় বিভাগীয় তদন্ত হয়ে নির্মানাধীন ভবন ভেঙ্গে নতুন করে মানসম্মত ভবন নির্মানের তাগিদ দেয় ভবন নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানকে। প্রায় ২ বছর অতিবাহিত হলেও আজ অবধি বিদ্যালয়ের ভবন নির্মান কাজ স্থগিত রয়েছে। কি কারনে নির্মান কাজ বন্ধ আছে এর কারন জানেনা কেউ। নির্মানাধীন ভবনের শিঁড়ি ভেঙ্গে যাবার কয়েকদিনের মধ্যে প্রায় বেশ কয়েক জন ছাত্রছাত্রী বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়। স্থানীয়রা সহযোগতিা করে টিনের চাল ও বাশের বেড়া দিয়ে কোনো রকমে তৈরী করে কযেকটি ক্লাশরুম। কালবৈশাখীর তান্ডব আর শিলা বৃষ্টিতে টিনগুলি ফুটা হয়ে যায় । বাঁশের বেড়াগুলিও ভগ্নও জরাজীর্ণ অবস্থায় আজো বিরাজমান। আকাশে মেঘ উঠতে দেখলেই বাড়ি পালাতে হয় শিক্ষার্থীদের।
দ্রত বিদ্যালয়ের ভবন নির্মান না হলে প্রথমিক শিক্ষা ব্যাবস্থা ভেঙ্গে পড়াসহ শিক্ষার্থী ঝরে পড়তে পারে বলে জানালেন প্রধান শিক্ষক তামজিদুর রহমান মুক্তি। তিনি আরো বলেন, ২০১৭-১৮ইং অর্থবছরে ১৭ টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ হবে,তার মধ্যে আমাদের বিদ্যালয়টিও আছে। কিন্তু কবে নাগাদ হবে তা বলতে পারিনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন আহাম্মেদ সুজন জানান, প্রায় দু’বছর হতে চলেছে ভবন নির্মান কাজ স্থগিত রয়েছে। তবে বিভিন্ন জায়গায় দৌড়াদড়ি করতে যেয়ে হাঁপিয়ে উঠেছি। এব্যাপারে সংশ্লিষ্ট কারো সাথে যোগাযোগ করা হচ্ছেনা, তবে শুনেছি পর্যায়ক্রমে ভবনটি নির্মান হবে। গাংনী উপজেলা প্রকৌশলী চৌধুরী জানান,মজিদুর রহমান চৌধুরীকে জানতে চাইলে তিনি এব্যাপারে কিছু জানাতে পারেনি।