খালেদ মাহমুদের চার দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীতে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার রাতে ৮টা ২৫ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
খালেদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়েছে। দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গুলশান থানায় মামলা গুলো করা হয়।
এর আগে আটক খালেদকে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার সন্ধ্যায় গুলশান-২ এর নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র‌্যাব।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




কেন্দ্রীয় ঔষধাগারে দুদকের অভিযান

কেন্দ্রীয় ঔষধাগারে সিঅ্যান্ডএফ এজেন্টকে বেশি হারে কমিশন দিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় দুদক ।

কেন্দ্রীয় ঔষধাগারে (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো—সিএমএসডি) সিঅ্যান্ডএফ এজেন্টকে বেশি হারে কমিশন দিয়ে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক জানিয়েছে, ঢাকা কাস্টম হাউস থেকে মালামাল খালাসের জন্য নিয়োগ করা সিঅ্যান্ডএফ এজেন্টদের বেশি হারে কমিশন দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযানে যায় দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি দল। তারা সরেজমিনে সেখানে গিয়ে জানতে পারে, চট্টগ্রাম কাস্টম হাউসে মালামাল খালাসের জন্য নিয়োগ করা সিঅ্যান্ডএফ এজেন্টদের নির্ধারিত শতকরা ৩০ পয়সা হারে কমিশন দেওয়া হয়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় ঔষধাগার ঢাকা কাস্টম হাউস থেকে মালামাল খালাসে শতকরা ১ টাকা কমিশন দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমএসডি কর্তৃপক্ষ দুদক দলকে জানায়, একজন সিঅ্যান্ডএফ এজেন্ট আদালতে রিট করার কারণে ৩০ পয়সার পরিবর্তে ১ টাকা করে কমিশন দেওয়া হচ্ছে। ওই রিটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে সিএমএসডি কর্তৃপক্ষ দুদককে সদুত্তর দিতে ব্যর্থ হয়। দুদকের দলটি মনে করছে, সিএমএসডি কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। এ অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক দল।

নাটোর জেলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে ভ্যাট সনদ সংশোধনে অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পেয়ে সেখানে অভিযান চালায় দুদকের একটি দল। রাজশাহীর দুদক দলটি অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পায়। কাস্টম অফিসে কর্মরত বেশ কয়েক জন কর্মচারী দালালদের যোগসূত্র হিসেবে কাজ করেন মর্মে জানতে পারে দলটি। অভিযানের পরিপ্রেক্ষিতে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় দুদকের কুমিল্লা কার্যালয়। সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাতের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দুদকের দলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ডিজিএম (ইঞ্জিনিয়ার), ব্যবস্থাপক সহ (ইঞ্জিনিয়ার) অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর এবং বুধল ইউনিয়নের বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ উদ্ঘাটন করে সমন্বিত দলটি। তাৎক্ষণিক ভাবে ১২টি গ্যাস রাইজার এবং অবৈধ গ্যাস সংযেগের একটি নষ্ট করা হয়।

এ বিষয়ে বাখরাবাদ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ওই সব এলাকায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও আবারও সংযোগ দেওয়া হয়। দুদকের দলটি বিজিডিসিএলকে তাদের তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছে।
মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




রোহিঙ্গারা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) দুটি পৃথক প্রতিনিধি দল। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় ধরনের বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া উচিত।

গতকাল বৃহস্পতিবার গণভবনে ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) দুটি পৃথক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কারণ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় আমরাও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়ে ছিলাম। সে সময়ে ১ কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এখন রোহিঙ্গারা আমাদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং এদের কারণে স্থানীয় মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।’ মানবিক কারণে ভোগান্তি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী স্থানীয় মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

সফররত ইউকে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) ও ইউকে এপিপিজি অন পপুলেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথের প্রতিনিধি দলের সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি অ্যানি মেইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ইউকে এপিপিজি প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাঁদের সফরের ওপর লেখা একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জোর পূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাঁদের সমর্থন অব্যাহত থাকবে বলে আবারও প্রতিশ্রুতি দেন। দুই বছর আগে বাংলাদেশে তাঁদের সফরের বিষয়টি উল্লেখ করে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, সেই সময়ের তুলনায় এখন রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ অনেক ভালো হয়েছে।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত ভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত

মেহেরপুর ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে করিমন চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার চাঁদবিল-কেদারগঞ্জ বাইপাস সড়কের হেমায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত করিমন চালক চূয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের রহমউল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মেহেরপুরের আমঝপি থেকে পাথর বোঝাই একটি ট্রাক বাইপাস সড়ক হয়ে মুজিবনগরের দিকে যাচ্ছিল। চারুলিয়া থেকে আমঝুপি কোলার মোড়ে চিকিৎসার জন্য করিমন চালক মোস্তাকিন আহমেদ বিপরীত দিক থেকে আসছিলেন। এসময় হেমায়েতপুর নামক স্থানে একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করিমনটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং করিমন চালক মোস্তাকিন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক চালক ফয়েজ কে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

মেপ্র/ আমঝুপি প্রতিনিধি




আল্লাহ’র দলের তিন নারীসহ ৮ সদস্য কারাগারে

মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহ’র দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার সকালে তাদের গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে গোপন বৈঠকের সময় মঙ্গলবার বিকালে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের শহিদুজ্জামান (২৮), রাহাবুল ইসলাম (২৮), সুমন ইসলাম (২৫), জিহাদ আলী (৩২), মৌসুমি খাতুন (৩২), বন্যা খাতুন (৩২), আনজিরা খাতুন (৩৬) ও বারাদি গ্রামের শহিদুল ইসলাম (৩৫)। বৈঠক চলাকালীন তাদের কাছে থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আনজিরা খাতুনের বাড়িতে মাঝে মাঝে লোকজন আসা যাওয়া করতো। তবে এরা জঙ্গি নাকি সাধারন মানুষ আমরা জানতাম না।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ডাবলু বলেন, আল্লাহ’র দল নামের এক জঙ্গি সংগঠনের ৮ সদস্য আটক হয়েছে শুনেছি। এর আগে আমি এ বিষয়ে কিছু টের পাইনি।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, রঘুনাথপুর গ্রামের আনজিরা খাতুনের বাড়িতে গোপন দাওয়াতী বেঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহ’র দলের সক্রিয় সদস্য হিসেবে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার সকালে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরো বলেন, জঙ্গি তৎপরতার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মেহেরপুর অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আল্লাহ’র দল নামের এক সংগঠনের ৮ সদস্য আটক হয়েছে। এ দলের আরোও সদস্য থাকতে পারে। আমরা অভিযান অব্যাহত রেখেছি, অন্য সদস্যদেরও খুব শিঘ্রই আটক করা হবে।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখতে হবে

ডেঙ্গু বিরোধী অভিযান একদিনের নয়, শহর এবং গ্রামে সমানভাবে বাড়ি ও কর্মন্থলের আশে পাশে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখতে হবে। এটি একদিনের কাজ নয়। প্রতিদিন অব্যাহত রাখতে হবে।

গতকাল কুষ্টিয়া হাই স্কুল হলরুমে প্রত্যয় যুব সংঘের আয়োজনে ডেঙ্গু বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন একথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের বাড়ির ছাদ এবং আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, প্লাস্টিকের পরিত্যক্ত পাত্র, ভাঙা হাড়ি-পাতিল, টিনের কৌটা, গাড়ির পরিত্যাক্ত টায়ার, ভাঙা কলস, ড্রাম, নারিকেল ও ডাবের খোসা বা মালা, ফাস্ট ফুডের কন্টেননার, এসি ও ফ্রিজের তলা যে সব স্থানে মশা জন্মায় সেইসব স্থানে পানি জমতে দেবেন না। বাড়ির ভেতর, আশে পাশে ও আঙিনা পরিস্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করুন।

প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারি প্রধান শিক্ষক শাবানা ইয়াসমিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যয় যুব সংঘের সাধারণ সম্পাদক তামজিদ বিশ্বাস তনু, অর্থ সম্পাদক সজিবুল ইসলাম, সদস্য মিলিনা খাতুন, হাবিবুর রহমান রাব্বি, নাইম ইসলাম, কাউসার আলী, বায়েজীদ ইসলাম সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে গোভিপুরে প্রতিমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জনসভা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগ।
আগামিকাল শুক্রবার বিকাল চারটায় গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুড়িপোতা ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। সভাপতিত্ব করবেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামান। জনসভায় জেলা আওয়ামীলীগের নেতারা বক্তব্য দিবেন।
এ বিষয়ে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহাজামান জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জখম হলো পিয়ন

ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এআরবি কলেজের কলেজের পিয়ন মাহাবুল হককে পিটিয়ে জখম করেছে একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র আরজ আলী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এআরবি কলেজে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কলেজের সহকারী শিক্ষক রবিউল ইসলাম বলেন, বর্শিবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আরজ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। সে একাদশ শ্রেনীর এক ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। ঐ ছাত্রী তার ভাইকে বিষয়টি জানায়। ছাত্রীর ভাই ও বখাটে আরজ একই শ্রেনীর ছাত্র।

এমন অবস্থায় গত বুধবার ছাত্রীর ভাই আরজকে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এমন সময় কলেজের পিয়ন মাহাবুল হক তাদের আলাদা করে দেয়। এই ক্ষোভে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যখন বিদ্যালয়ে মাহাবুল ছাড়া কেউ ছিল না এমন সময় তার উপর আরজ ও কয়েকজন বহিরাগত তার উপর হামলা চালায়। পরে কলেজে কয়েকজন শিক্ষক প্রবেশ করলে তারা পালিয়ে যায়। এসময় মহাবুলকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানায় আরজ আলীসহ নতুন দরবেশ পুর গ্রামের মিয়ারুল এর ছেলে বিশ্বাস, রাজনগর গ্রামের আঃ মতিনের ছেলে পিয়াল সহ ৮-১০ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে মাদার সহায়তার আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় উপকার ভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এসময় সহকারি কমিশনার ভুমি সুখময় সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকার ভোগীদের মধ্যে বিভিন্ন প্রকার সামগ্রি বিতরণ করা হয়।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি

 




আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ইউনিয়নের হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভা ও ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জায়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জনসাধারণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে যে উন্নয়ন হয় যা এর আগে অন্য কোন সরকার এসে দেশে এত উন্নয়ন করতে সক্ষম হয়নি, এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভিতরে কিছু দুশ্চরিত্রা যোগদান করে, আওয়ামী লীগেকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, দুশ্চরিত্রা আওয়ামীলীগের সাথে মিশে উল্টোপাল্টা বুদ্ধি মাথায় গুঁজে দিচ্ছে, যা গরীব সাধারন মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, একজন ইউপি চেয়ারম্যান হয় সরকারের দেওয়া শাওন বয়স্ক ভাতা বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতার কার্ড গরিব অসহায় মানুষের কাছে ২ থেকে ৫ হাজার টাকায় বিক্রয় করে নিচ্ছে, এরা নামধারী আওয়ামী লীগ করে। এরা সম্পূর্ণ জামাত ও বিএনপিপন্থী একটা চক্রান্ত। তাই আমাদেরকে সঠিকভাবে আওয়ামীলীগ করতে হবে এবং দলকে উদ্দীপক করে রাখবো ও দেশকে শক্তিশালী পড়বো এবং দল থেকে শত্রুমুক্ত করব। যাতে জামাত-বিএনপির গ্রন্থি কোন চক্রান্ত এসে আওয়ামী লীগ দল কে শত্রু করতে পারে সেদিকে আমরা নজর রাখব।

ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু। উদ্বোধক ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, খুস্তার জামিল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজজামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, আলমডাঙ্গা থানার ইনচার্জ অফিসার ইন্সপেক্টর মুন্সি আসাদুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সানমুন আহমেদ ডন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান বিশ্বাস নান্নু, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কালু মন্ডল, ভাংবাড়িয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাফ হোসেন রেনেসাঁ কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক শাহাবুল হক সন্টু, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিক আহমেদ কলিন্স, সোহানুর রহমান সোহান, ভাংবাড়িয়া ইউপি সদস্য আমিনুল ইসলাম, সুমন মন্ডল, সাহিবুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজাদ আলী বিশ্বাস, আশরাফুজ্জামান মঞ্জিল, সোহরাব হোসেন, আনিসুর রহমান, আসমান হাকিম, অদূর আলী, মিনারুল ইসলাম, মোজাম আলী, ইউপি সাবেক সদস্য আব্দুস সালাম, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, জুয়েল রানা, মিলন হোসেন, জিয়াউর রহমান, হাসান আলী, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যাপক আব্দুস সাত্তার, আসিফ জাহান, আব্দুর রহিম, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, আবু সাঈদ আব্দুল্লাহ ওমর লিটন মিয়া, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন, বশির উদ্দিন, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন, আরশাদ আলী, মহিদুল ইসলাম, লিটন হোসেন প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে, আশাবুল হক ঠান্ডু কে সভাপতি ও সাজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

মেপ্র/ আলমডাঙ্গা প্রতিনিধি