মেহেরপুরে গোভিপুরে প্রতিমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জনসভা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগ।
আগামিকাল শুক্রবার বিকাল চারটায় গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুড়িপোতা ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। সভাপতিত্ব করবেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামান। জনসভায় জেলা আওয়ামীলীগের নেতারা বক্তব্য দিবেন।
এ বিষয়ে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহাজামান জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জখম হলো পিয়ন

ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এআরবি কলেজের কলেজের পিয়ন মাহাবুল হককে পিটিয়ে জখম করেছে একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র আরজ আলী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এআরবি কলেজে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কলেজের সহকারী শিক্ষক রবিউল ইসলাম বলেন, বর্শিবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আরজ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। সে একাদশ শ্রেনীর এক ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। ঐ ছাত্রী তার ভাইকে বিষয়টি জানায়। ছাত্রীর ভাই ও বখাটে আরজ একই শ্রেনীর ছাত্র।

এমন অবস্থায় গত বুধবার ছাত্রীর ভাই আরজকে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এমন সময় কলেজের পিয়ন মাহাবুল হক তাদের আলাদা করে দেয়। এই ক্ষোভে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যখন বিদ্যালয়ে মাহাবুল ছাড়া কেউ ছিল না এমন সময় তার উপর আরজ ও কয়েকজন বহিরাগত তার উপর হামলা চালায়। পরে কলেজে কয়েকজন শিক্ষক প্রবেশ করলে তারা পালিয়ে যায়। এসময় মহাবুলকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানায় আরজ আলীসহ নতুন দরবেশ পুর গ্রামের মিয়ারুল এর ছেলে বিশ্বাস, রাজনগর গ্রামের আঃ মতিনের ছেলে পিয়াল সহ ৮-১০ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে মাদার সহায়তার আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় উপকার ভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এসময় সহকারি কমিশনার ভুমি সুখময় সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকার ভোগীদের মধ্যে বিভিন্ন প্রকার সামগ্রি বিতরণ করা হয়।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি

 




আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ইউনিয়নের হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভা ও ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জায়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জনসাধারণের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে যে উন্নয়ন হয় যা এর আগে অন্য কোন সরকার এসে দেশে এত উন্নয়ন করতে সক্ষম হয়নি, এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভিতরে কিছু দুশ্চরিত্রা যোগদান করে, আওয়ামী লীগেকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, দুশ্চরিত্রা আওয়ামীলীগের সাথে মিশে উল্টোপাল্টা বুদ্ধি মাথায় গুঁজে দিচ্ছে, যা গরীব সাধারন মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, একজন ইউপি চেয়ারম্যান হয় সরকারের দেওয়া শাওন বয়স্ক ভাতা বিধবা ভাতা ও মাতৃকালীন ভাতার কার্ড গরিব অসহায় মানুষের কাছে ২ থেকে ৫ হাজার টাকায় বিক্রয় করে নিচ্ছে, এরা নামধারী আওয়ামী লীগ করে। এরা সম্পূর্ণ জামাত ও বিএনপিপন্থী একটা চক্রান্ত। তাই আমাদেরকে সঠিকভাবে আওয়ামীলীগ করতে হবে এবং দলকে উদ্দীপক করে রাখবো ও দেশকে শক্তিশালী পড়বো এবং দল থেকে শত্রুমুক্ত করব। যাতে জামাত-বিএনপির গ্রন্থি কোন চক্রান্ত এসে আওয়ামী লীগ দল কে শত্রু করতে পারে সেদিকে আমরা নজর রাখব।

ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু। উদ্বোধক ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, খুস্তার জামিল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজজামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, আলমডাঙ্গা থানার ইনচার্জ অফিসার ইন্সপেক্টর মুন্সি আসাদুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সানমুন আহমেদ ডন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান বিশ্বাস নান্নু, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কালু মন্ডল, ভাংবাড়িয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাফ হোসেন রেনেসাঁ কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক শাহাবুল হক সন্টু, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিক আহমেদ কলিন্স, সোহানুর রহমান সোহান, ভাংবাড়িয়া ইউপি সদস্য আমিনুল ইসলাম, সুমন মন্ডল, সাহিবুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজাদ আলী বিশ্বাস, আশরাফুজ্জামান মঞ্জিল, সোহরাব হোসেন, আনিসুর রহমান, আসমান হাকিম, অদূর আলী, মিনারুল ইসলাম, মোজাম আলী, ইউপি সাবেক সদস্য আব্দুস সালাম, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, জুয়েল রানা, মিলন হোসেন, জিয়াউর রহমান, হাসান আলী, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যাপক আব্দুস সাত্তার, আসিফ জাহান, আব্দুর রহিম, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, আবু সাঈদ আব্দুল্লাহ ওমর লিটন মিয়া, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন, বশির উদ্দিন, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন, আরশাদ আলী, মহিদুল ইসলাম, লিটন হোসেন প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে, আশাবুল হক ঠান্ডু কে সভাপতি ও সাজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

মেপ্র/ আলমডাঙ্গা প্রতিনিধি




কুষ্টিয়ায় পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর সাথে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপারকে কাছে ক্লাবের স্মরণিকা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি আলহাজ¦ রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, হাজী জামিল হাসান খান খোকন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, আরিফুজ্জামান লিপটন , সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ , দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস , প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ , তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন , সাধরণ সদস্য সুমন মাহমুদ , আতিকুজ্জামান ছন্দ , নাজমুল হোসেন দৈনিক, হাফিজুর রহমান জীবন, চাঁদ আলী, আরিফ ইসলাম, শাহীন হুদা, আরাফাত হোসেন, মাহমুদুল হক বাদল, রিয়াজুল ইসলাম সেতু প্রমূখ।
মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




গাংনীতে ইউপি সদস্যর হামলায় গ্রাম পুলিশ আহত

মেহেরপুরের গাংনীতে গ্রাম পুলিশের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও মারধরে অভিযোগ উঠেছে ইউপি সদস্য আলী হোসেন ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে।

গতকাল বুধবার দিবাগত মধ্যে রাতে উপজেলার কাষ্টদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবি করে গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস মেহেরপুরের পুলিশ সুপার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রী দূর্গা চরণ দাস ষোলটাকা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছে। সে কাষ্টদহ গ্রামের অমূল্যে দাসের ছেলে।

গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস জানান, ষোলটাকা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (বানিয়াপুকুর-কাষ্টদহ) সদস্য মো: আলী হোসেন ঘটনার রাতে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ির পার্শে ডেকে নেয়। এরপর পুলিশকে কেন সহায়তা করিস এমন কথা বলতে বলতে ইউপি সদস্য আলী হোসেন ও তার সাথে থাকা হত্যা,ডাকাতি,অপহরণ ও অস্ত্র সহ বিভিন্ন মামলার আসামী কাষ্টদহ গ্রামের সামছুলের ছেলে লিল্টু। একই গ্রামের মোমিন আলীর ছেলে মিনা হোসেন, জিনারুল ইসলাম, আবু বক্করের ছেলে লাল্টু, ইউনুছ আলীর ছেলে হাউস, ইয়াকুবের ছেলে ইয়ামিন আমাকে বেধড়ক মারপিট করে এবং ৭ হাজার টাকা ও ২টা মোবাইল ফোন কেড়ে নেয়।

গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস আরো জানান, মেহেরপুরের পুলিশ সুপার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে হত্যার হুমকি দিচ্ছে। আমি সংখ্যালঘু হওয়ার কারণে পরিবার নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

হিন্দু ঐক্য পরিষদের গাংনী উপজেলা সভাপতি শ্রী ধিরেন দাস জানান, গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস সে সরকারী চাকুরী করে। সরকারী দায়িত্ব পালন করতে গিয়ে কোন ভাবেই সংখ্যালঘু নির্যাতন মেনে নেয়া হবেনা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। অভিযুক্তদের গ্রেফতারে ব্যার্থ হলে মানববন্ধন সহ নানা কর্মসূচী দেয়া হবে।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত ইউপি সদস্য মো: আলী হোসেন জানান, হামলা লুটপাটের সাথে আমি জড়িত নয়। বরং আমি গ্রাম পুলিশ শ্রী দূর্গা চরণ দাস কে রক্ষা করার চেষ্টা করেছি। কারা হামলার সাথে জড়িত জানতে চাইলে মোবাইল ফোন কেটে দেন।
মেপ্র/ নিজস্ব প্রতিবেদক




গাংনীতে ৭ দফা দাবীতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতি বেলা ৩ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ রাজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ। শিক্ষক নেতা মাজহারুল ইসলাম, গোলাম ফারুকসহ অন্যান্যরা। গাংনী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মেপ্র/ নিজস্ব প্রতিনিধি




হাসপাতাল ক্যাম্পাস যানবাহন মুক্ত রাখতে হবে (সম্পাদকীয়)

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ক্যাম্পাস যেন অটো ষ্ট্যান্ডে পরিণত হয়েছে। এর ফলে রোগীসহ সংশ্লিষ্ট সকলের যাতায়াতে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যে কোন উপায়ে হাসপাতাল ক্যাম্পাস এ ধরণের যানবাহন মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে প্রশাসনিক সহযোগীতা নিতে হবে।

হাসপাতাল প্রাঙ্গনকে অটোমুক্ত করতে সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও করা হয়েছে। কিন্তু তারপরও তেমন কোন কাজে লাগছে না। পুলিশ সদস্যরা এর আগে অটো সরাতে উদ্যোগে গ্রহণ করলেও দলীয় নেতাকর্মীদের চাপে সে কাজটি করতে পারেনি বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

প্রায় ৭ লাখ মানুষের স্বাস্থ্য সেবার এ প্রতিষ্ঠানটিকে যানবাহন মুক্ত রাখতেই হবে। ইতিপূর্বে একজন জনপ্রতিনিধি জেলা প্রশাসকের কাছে অটো মুক্ত করতে স্মারকলিপি দিয়েছিলেন। তারপর জেলা প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার অটোচালকরা পুরাতন নিয়মে পরিণত করেছেন। ফলে পুনরায় হাসপাতালকে মুক্ত করতে প্রশাসনের স্থায়ীভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে।




মেহেরপুরের গাংনীতে ৭ দফা দাবীতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ৩ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ রাজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বকুল, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ। শিক্ষক নেতা মাজহারুল ইসলাম, গোলাম ফারুকসহ অন্যান্যরা।

গাংনী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মেপ্র/নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে গোভিপুরে প্রতিমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলার গোভিপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জনসভা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগ।

আগামিকাল শুক্রবার বিকাল চারটায় গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুড়িপোতা ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। সভাপতিত্ব করবেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামান। জনসভায় জেলা আওয়ামীলীগের নেতারা বক্তব্য দিবেন।

এ বিষয়ে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহাজামান জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মেপ্র/ এমএফআর