কথাছিল এক’পা দু’পা করে হেঁটে যাবে
পৃথিবীর অলি-গলি, তটভূমি,
সুতো কাটা ঘুড়ির মতো অনন্ত অসীমে
হারিয়ে গেছে শিশুর শখের ঝুমঝুমি।
দুূর্বিনীত নদীর মত, পাপবোধের স্রোতে
প্রতিশ্রুতিরা সব ভেসে যায়,
পৃথিবীর উঠোনে সুখ-বাসনা আর
প্রবঞ্চনা পাশাপাশি হেঁটে বেড়ায়।
মানুষ সুখের জন্য হয়ে উঠে সর্বগ্রাসী
প্রেমহীন রোগে অযথা রক্তক্ষরণ,
স্বত্বহীন ভালবাসায় শুধু অনর্থক শ্রম
হস্তরেখায় করবে মৃত্যু আলিঙ্গণ।
অনাগত শিশুর তুলতুলে দু’টি নরম হাত
অমার্জনীয় অভিশাপ দিয়ে যাবে
এখানে শুধু অনাদ্রিত অধিকার —
জীবন যুদ্ধে স্বার্থের বিষাক্ত ব্যবচ্ছেদে।