বঙ্গবন্ধু এশিয়া সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম বার চ্যাম্পিয়ন তাই সাইড লাইন হতে সবাই ছুটে গিয়ে খেলোয়াড়দের জড়িয়ে ধরে উল্লাসে ফেটে পড়লেন অন্যরাও। দুপুরে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালের প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের খেলোয়াড়দেরকে কিরগিজস্তান তাদের আসল চেহারা দেখাল পরের দুই সেটে। টপাটপ দুই সেটে জিতে নিয়েছিল কিরগিজস্তান। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে হারে বাংলাদেশ। পিছিয়ে যায় ২-১ সেটে। টানা দুই সেটে হারের খেলা দৃশ্য দেখে আমন্ত্রিত অতিথিরা হতাশ। দর্শক হতাশ। স্বপ্ন বাঁচিয়ে রাখে তন্ময়, শাওন, ইসমাইল, তানভিররা। আত্নবিশ্বাস নিয়ে লড়াই করা খেলোয়াড়রা চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায়। চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে হারায় কিরগজিস্তানকে। পঞ্চম সেটে বাংলাদেশ ১৮-১৬ পয়েন্টে শিরোপা নিশ্চিত করলেও খুব সহজ ছিল না। ভাগ্য নির্ধারনের পঞ্চম সেটের এই লড়াইয়ে কিরগিজ খেলোয়াড়রা শ্বাসরুদ্ধকর ফাইনালে হেরে গেলেও তাদের হার নিয়ে আফসোস ছিল না। খেলা শেষে কিরগিজস্তান জানিয়েছে তারা ভাগ্যের কাছে হেরে গেছেন। ফাইনালে সেরা খেলোয়াড় হন শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন, সেরা লিবারো শাওন আলী (বাংলাদেশ), কিরগিজস্তানের জিয়ানবেক উলু টুর্নামেন্ট সেরা হন।
পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান এবং বিওএর সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি বলেন, ‘ফাইনালের দুই দলই অসাধারণ খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে।’
শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদেরকে ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধ্যনবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।’
সেখানে আরও উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল নেপাল ও শ্রীলঙ্কা। এর আগে গতকাল দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে শ্রীলঙ্কা তৃতীয় স্থান পেয়েছে।
সূত্র: ইত্তেফাক