ঝিনাইদহে অপারেশন ডেভিল হান্টে গত দু’দিনে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে জেলার মহেশপুরে অভিযান চালিয়ে সালমান শাহ, তোয়ায়েল ও রওশন এবং হরিণকুন্ডু থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়া গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৫ জন প্রত্যেকেই তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানান পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের শেখ কামাল হোসেন, কালীগঞ্জ উপজেলার খড়িডাঙ্গা গ্রামের আতাউর রহমান, কৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, মহেশপুর উপজেলার সেবানন্দপুর গ্রামের রওশন আলী এবং কেশবপুর গ্রামের তোফাজ্জেল হোসেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকায়িা জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় ছাত্র লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী।
তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের মামলা রয়েছে বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।
এদিকে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সরকার ঘোষিত অপারেশন ডেবিল হান্টের কারণে আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের মাঝে আতংক বিরাজ করছে। শহর কিংবা গ্রাম সব জায়গায় এখন গ্রেপ্তার আতঙ্ক। পদ পদবিধারী নেতাকর্মীরা ইতিমধ্যে সবাই ঘরবাড়ি ছেড়ে গাঢাকা দিয়েছে।