চাতক যেমন চেয়ে থাকে
বৃষ্টি ধারার পানে!
প্রেমিক যেমন পথ চেয়ে রয়
অদৃশ্য এক টানে!
মানবজনম রই চেয়ে রয়
মহাকালের দিকে,
অপেক্ষার এই গোলক ধাঁধায়
বাঁচার সাধটাই ফিকে!
কী পেলাম, আর কী পেলাম না
হিসেব কষে কষে,
জীবন নামের খেরো খাতা
পড়ছে খসে খসে।
বেঁচে আছি সামনে সুদিন
দেখতে পাব বলে,
অপেক্ষার এই চেয়ে থাকায়
যাচ্ছে যে দিন চলে।
বোধ ও বোধের অন্তরালে
জীবন বেঁচে থাকে,
বোধগম্য না-হলে এ বোধ
দোষ দেবে কাকে?
এসো তবে বাঁচি সুখে
প্রত্যাশা থাক দূরে,
অপেক্ষাকে ছুটি দিলাম
বাঁচতে মধুর সুরে।