হে! আমার প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রী
তোমাদের তরে খেটেছি দিবারাত্রি।
তবু-দিতে পারিনে কিছু,
আমি চেয়েছি এগিয়ে নিতে
তোমরা হটেছো পিছু।
তবে কি আমি অপরাধী?
ভেবো না তোমরা জিতে যাবে,
দিতে হবে ভুলের মাশুল জীবনাবধি।
আমি যে তোমার শিক্ষাগুরু
মম হাতে তব শিক্ষা শুরু।
তাচ্ছিল্যর ভরে মাননি সেদিন,
কথা শুনে দিয়েছো-করতালি কিংবা কর্কশ হর্ষ।
আমি দেয়নি কভু অভিশাপ,
হৃদয় দিয়ে বেসেছি ভাল
তাইতো করেছি মাফ।
দোয়া মাঙ্গী বড় হও বৎসরা
নিয়ে দ্বিতীয় জনকের জীবনাদর্শ,
ঘুচে যাবে তব মনের কালিমা
জ্ঞানের মশাল তাড়াবে তিমির
হৃদয় বীণায় বাজিবে সানাই
ওষ্ঠে রাঙ্গিবে হর্ষ।