লাইভ শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। শো চলাকালে বাবা বিগবি অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করায় বেজায় চটেছেন অভিষেক।
প্রচণ্ড ক্ষেপে দিয়ে শো ছেড়ে চলেই গেলেন এ অভিনেতা। আর শোয়ের দুই বিচারক রিতেশ দেশমুখ ও কুশা কাপিলার এসব চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। অবশ্য যে কৌতুক অভিনেতার কারণে এমন পরিস্থিতিতে পড়ে লাইভ শো তিনি অভিষেককে মানানোর অনেক চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
এক কথায় নিজের বাবাকে নিয়ে এমন রসিকতা কোনোমতেই মেনে নেননি অভিষেক।
সম্প্রতি ‘কেস তো বনতা হ্যায়’- নামে এক ভারতীয় রিয়েলিটি শোয়ে এ ঘটনা ঘটে। সে ঘটনার ভিডিও ভারতের নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল এখন।
হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেদিন লাইভ সম্প্রচার চলছিল। স্টুডিওতে অতিথি অভিষেকের উপস্থিতিতেই শোর কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন। মুহূর্তেই ক্ষেপে যান অভিষেক। সোজা শোয়ের মাঝখান থেকে বেরিয়ে যান তিনি।
এ সময় পরিতোষ ক্ষমা চান বচ্চন জুনিয়রের কাছে। অভিষেককে শান্ত করার চেষ্টা করেন পরিতোষ। কিন্তু অভিষেক অনড়। তিনি জবাব দেন, আমাকে নিয়ে যত খুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন। এটি বরদাশত করতে পারছি না। লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?
ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চর্চা চলছে। বেশিরভাগ লোকই টিভি চ্যানেল, অনুষ্ঠান পরিচালক ও কমেডিয়ান পরিতোষকে এক হাত নিচ্ছেন।
অভিষেকের সঙ্গে একমত তারা। অনেকেই বলেছেন— রসিকতা আর সম্মানহানি করা এক নয়। একটা লিমিটের মধ্যে থেকে এসব পারফর্ম করা উচিত। অভিষেক বচ্চন যথার্থই করেছেন।
অনেকে ক্ষোভ ঝেড়েছেন চ্যানেলের ওপর। তারা বলছেন, অনুষ্ঠানের টিআরপি বাড়াতে এভাবে ছেলের সামনে বাবাকে নিয়ে মজা করার কোনো মানেই হয় না।