বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে এসে হাজির হয়েছেন বিশ্বখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স। আর সেই ফুটেজ সামনে আসতেই চক্ষুস্থির নেটিজেনদের। অবশ্য খবরটি প্রথম মার্টিন গ্যারিক্স নিজেই দিয়েছেন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ওই পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এঞ্জেলস ফর ইচ আদার @arijitsingh-এর সঙ্গে। শীঘ্রই আপনাদের জন্য নতুন কিছু আসছে।’
শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিংয়ের নিজের বাড়ি অর্থাৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির হয়েছেন ডিজে মার্টিন গ্যারিক্স। সেখানেই চলে দুই গায়কের জ্যামিং সেশন। ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎকে জড়িয়ে ধরছেন গ্যারিক্স। আর উৎসাহের সঙ্গে বলছে, ‘লেটস স্টার্ট…’ অর্থাৎ চলো শুরু করি।
জানা গেছে, দোভাষী একটি গান নিয়ে একসঙ্গে কাজ করছেন তারা। গানের নাম এঞ্জেলস ফর ইচ আদার।
অরিজিতের বাড়ির স্টুডিওতেই একসঙ্গে সেই গানটিই রের্কডিং করতে দেখা গেল দুজনকে। হিন্দি ও ইংরেজি দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে সেই গানে। গানের কথা খানিক এরকম…
‘সঙ্গ মে রহু, কিতনা ভি হো অন্ধেরা, অর জিকর হো তেরা, মেরি হর দুয়া মে… লাইফ উইল বি বিউটিফুল, নো (know) দ্যাট ইউ আর নট অ্যালোন, উই রাইজ অ্যান্ড উই ফল, আই সি হু ইউ আর…’
মার্টিন গ্যারিক্স ২০২৪ সালের জুন মাসে অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তিনি ‘দুর্দান্ত সপ্তাহ’-এর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর এই ফোটো থেকেই তাদের কোলাবরেশনের ইঙ্গিত মিলেছিল। আর এবার সেই অনুমান বাস্তবে পরিণত হল।
পোস্টটি ইতিমধ্যেই ৯ লক্ষ লাইক এবং ১০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, এবং মন্তব্যের ঘর প্রায় উত্তেজনায় ভরে গেছে। ডিজে এবং সঙ্গীত রচয়িতা জুলিয়ান জর্ডান এটিকে ‘লেজেন্ডারি কোলাব’ বলে অভিহিত করেছেন। গানটি EDM এবং বলিউড রোমান্সের এক অসাধারণ এবং অনন্য মিশ্রণ হতে চলেছে বলেই ধারণা সংগীতপ্রেমীদের। খুশিতে নাচথে অরিজিতের ভক্তরাও।
সূত্র: যুগান্তর