বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে পেইড ফিচার আনার পরিকল্পনা করেছে মেটা। মূলত বিজ্ঞাপন ব্যবসার পাশাপাশি বাড়তি বিকল্প উৎস থেকে আয়ের জন্যই এই পরিকল্পনা করো হয়েছে। খবর এনগ্যাজেট।
মেটার হেড অব অ্যাডস অ্যান্ড বিজনেস প্রোডাক্ট জন হেগেম্যান এক সাক্ষাৎকারে বলেন, পেইড ফিচারের মাধ্যমে ইউটিউব বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের মতো ব্যবহারকারীদের বিজ্ঞাপন বন্ধ করবে না মেটা। কারণ মেটা তার বিজ্ঞাপন ব্যবসা বৃদ্ধিতে আরও নতুন পরিকল্পনা করছে। ফলে বাড়তি ফিচার প্রদানের মাধ্যমে আয় করবে মেটা।
স্ন্যাপ, টুইটার এবং মেটার বেশিরভাগ আয় ডিজিটাল বিজ্ঞাপন থেকে আসে। সেক্ষেত্রে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পেইড ফিচার এনে বিজ্ঞাপন ছাড়াও অন্য উপার্জনের বিষয়টি নিয়ে ভাবছে মেটা। তবে এখনও এ বিষয়ে বিস্তারিত জানায়নি মেটা।