মজিদ মিয়া কর্মা ভীষণ
বউটা ছিলো অলস,
পুকুর হতে আনতে পানি
পারতো না এক কলস।
মজিদ মিয়া কর্ম শেষে
আনতো গিয়ে পানি,
অলস বউটা থাকতো শুয়ে
যেন সে এক রানী।
মজিদ মিয়া বলতো তারে
ঘুমটা একটু কমাও
এই শরীরে অসুখ এলে
করবে না সে ক্ষমাও।
মজিদ মিয়ার কোনো কথাই
করতো না সে কেয়ার,
অলস বউয়ের সাথে হলো
নানান রোগের পেয়ার।
এখন সে আর শুয়ে-বসেও
পাচ্ছে না তো সে সুখ,
নিজের দোষেই নিজের দেহে
আনলো মহা অসুখ।