যদি হয় খুন লিডারের গুণ,
সে জাতির কপালে লাগবে আগুন ৷
যদি হয় ধর্ষণ নেতৃত্বের লক্ষণ
সে জাতির ঘরে ঘরে শোনা যাবে ক্রন্দন ৷
নগ্নতার জয় চরিত্রের ক্ষয়
ধর্ষণের সেঞ্চুরী হবে দেশময় ৷
দুর্নীতিবাজ যদি পায় রাজ
বঞ্চনা, হতাশায় জ্বলবে সমাজ ৷
বিচারের হাত করে নিলে মাত
বেড়ে যায় অপরাধ শান্তি নিপাত ৷
হয়েছি স্বাধীন নই পরাধীন
অন্যায় পাপাচার যাবে কোন দিন ?