নীতিমালা পুনর্বিবেচনা করে নিজেদের কয়েকটি ‘ইন-অ্যাপ’ লেনদেনের নিয়ম শিথিল করেছে অ্যাপল। শুক্রবারের পুনর্বিবেচনায় স্ট্রিমিং গেম সেবা, অনলাইন ক্লাস এবং ঠিক কখন ডেভেলপারকে ‘ইন-অ্যাপ পারচেস’ প্রক্রিয়া ব্যবহার করতে হবে, সে সম্পর্কিত নিয়মগুলো শিথিল করেছে অ্যাপল।
অ্যাপ স্টোর নিয়ে বর্তমানে বিতর্কের মুখে রয়েছে এ প্রযুক্তি জায়ান্ট। একদিকে, ডেভেলপাররা অ্যাপ স্টোরের ‘ইন-অ্যাপ পারচেস’ নীতির সমালোচনা করছেন, অন্যদিকে নিয়মের কারণে অ্যাপল প্লাটফর্মে নিজেদের স্ট্রিমিং গেম প্লাটফর্ম আনেনি মাইক্রোসফট ও গুগল। সাম্প্রতিক পুনর্বিবেচনায় সে হিসাবগুলোই মেলানোর চেষ্টা করেছে অ্যাপল।
অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা পুনর্বিবেচনা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গুগল ও মাইক্রোসফট। ‘ওয়ান-অন-ওয়ান’ ভার্চুয়াল ক্লাসের ব্যাপারেও নিজেদের নিয়ম পরিবর্তন করেছে অ্যাপল।
একজন পড়ছে এরকম অনলাইন ক্লাসের লেনদেনগুলো এখন থেকে চাইলে অ্যাপলের লেনদেন প্রক্রিয়ার বাইরে করা যাবে। তবে, যে অনলাইনে ক্লাসগুলোয় একাধিক শিক্ষার্থীকে পড়ানো হচ্ছে, সেগুলোর লেনদেন অ্যাপলের লেনদেন প্রক্রিয়াতেই হতে হবে। সূত্র-যুগান্তর