মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফোল্ডেবল আইফোন নিয়ে চলছে নানা গুঞ্জন।
প্রতিষ্ঠানটি তাদের ফোল্ডেবল ডিভাইসটির নাম এখনও চূড়ান্ত না করলেও প্যাটেন্ট দেখে কেমন হবে ডিভাইসটি সে সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে। অ্যাপলের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য নকশা আঁচ করতে পারছে টেক বিশ্ব।
নিশ্চিত ভাবে বলা না গেলেও তবে ফোনটি বানানোর সময় অ্যাপল কোন কোন দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়।
আইফোন ফোল্ডের প্যাটেন্ট দেখে ফোনটিকে অনেকাংশেই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো লাগে। গ্যালাক্সি জেড ফ্লিপ ও মটোরোলা রেজরের মতো এতে আলাদা করে নোটিফিকেশন ডিসপ্লে থাকছে না।
সূত্র-যুগান্তর
মেপ্র/আরজেএম