আগষ্ট এলে গাছের পাতা
কান্নায় ঝরে পড়ে,
এই আগষ্টে মাটির বুকে
তপ্তে ফাটল ধরে।
আগষ্ট এলে মনের শক্তি
নিথর হয়ে পড়ে,
বনের পাখি রয় না তারা
আপন আপন ঘরে।
আগষ্ট এলেই বুকে ব্যথা
চিনচিন সারা ক্ষণে,
ভাল্লাগেনা বিয়োগ জ্বালা
ভারী লাগে মনে।
আগষ্ট এলে উতলে উঠে
অতীত স্মৃতি যতো,
আগষ্টে রাতের হত্যাকাণ্ডে
ধিক্কার জানাই শতো।
ইতিহাস তার কঠিন থাবায়
তোদের করে কালো,
জাতির পিতা শেখ মুজিবুর
লক্ষ তারার আলো।