গুগল জানিয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট রয়েছে এমন ফোনগুলোতে আর সাপোর্ট দেবে না গুগল। এখন থেকে যেসব ফোনে অ্যান্ড্রয়েড কিটক্যাট রয়েছে সেসব ফোনে আর কোনো সাপোর্ট পাওয়া যাবে না। ১০ বছর আগে ২০১৩ সালে অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট এনেছিল গুগল। বহু পুরাতন এই অপারেটিং সিস্টেমটিকে এবার বন্ধ করছে গুগল। আর বন্ধ করার জন্য তারা সব প্রস্তুতিই নিয়েছে।
২০২৩ সালের মে মাস পর্যন্ত নতুন ও পুরনো মিলিয়ে সমস্ত অ্যান্ড্রয়েড সাপোর্টেড ফোনই গড়পড়তায় সর্বশেষ যে আপডেট পেয়েছিল তা হল অ্যান্ড্রয়েড ১১। যার কোডনেম রেড ভেলভেট কেক। বেশির ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে এই অপারেটিং সিস্টেমটিই রয়েছে। তবে আশ্চর্যজনক একটি বিষয়ও সেই রিপোর্ট থেকে উঠে এসেছে, তা হল প্রায় ১৫ মিলিয়নেরও বেশি ডিভাইস রয়েছে যেগুলো এখনও অ্যান্ড্রয়েড কিটক্যাট দ্বারা চালিত।
যদিও অ্যানড্রয়েডের অন্যান্য অপারেটিং ভার্সনগুলোর সঙ্গে তুলনা করলে বিশ্বজুড়ে কিটক্যাট সাপোর্টেড ডিভাইসের সংখ্যা মাত্ ০.৫ শতাংশ। এই ব্যবহারকারীর সংখ্যা একেবারেই শূন্য করতে চাচ্ছে গুগল। তাই তারা ১ আগস্ট থেকে অ্যান্ড্রয়েড কিটক্যাটে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে।