চলো রাজনীতি করি
যোগ্যতা নেই কিছু করার, আর কতোদিন বেকার থাকবো, চলো রাজনীতি করি।
লেখাপড়া জানি না, হঠাৎ টাকা হয়েছে, প্রভাব-প্রতিপত্তি দরকার, চলো রাজনীতি করি।
ব্যবসা করি, সাপোর্ট দরকার, চলো রাজনীতি করি।
সামাজিক মর্যাদায় টিকে থাকার জন্য বলি, চলো রাজনীতি করি।
অত্যাচারিত হয়ে প্রতিশোধ নিতে বলি, চলো রাজনীতি করি।
নিজেকে পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরী করার পর দেশকে ভালবেসে সমাজ বদলের উদ্দেশ্যে নিজ স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা কয়জন বলছি?
‘চলো রাজনীতি করি‘।
চলো আগে নিজে পরিপূর্ণ মানুষ হবার চেষ্টা করি তারপর না হয় নেতা। কিছু কিছু যুবককে দেখি ২৪ টা ঘণ্টা রাজনীতি নিয়ে পড়ে থাকে। কাজ-কর্ম কিছুই করে না, ধান্দা আর হাত পেতে জীবন জীবিকা চালায়। আর দেখা হলেই আক্ষেপ করে বলে যে, সারাদিন দলের পিছনে সময় দেয় কিন্তু ভাত জোটে না। তাদের কয়েকজনকে না বলে পারলাম না, কি দরকার ২৪ ঘন্টা রাজনীতি করা। এতে না হয় দেশের লাভ, না হয় দলের না হয় তাদের নিজের। কর্ম কর, কর্মের ফাকে রাজনীতিতে সময় দেও। রাজনীতি মানে অন্যের সেবা দেয়া। যে নিজেকেই দাড় করাতে পারে না, সে অন্যের সেবা করবে কিভাবে? পেটে ভাত নেই বেকার আবার সারাদিন চৈ চৈ করে ঘুরে বেড়ানো। সময়ের মুল্য অনেক। নিজেকে গড়ো, মানুষ হও। মানুষের সেবা করো, দলের কাজ করো। এখন ক্যারিয়ার ছাড়া কোন দাম নেই। রাজনীতিতেও ক্যারিয়ারের প্রয়োজন। যার যত বড় ক্যারিয়ার সে রাজনীতিতে তত ভাল করবে। পাচটা হোন্ডা দশটা গুন্ডার দিন শেষ।
এখন সময় এসেছে, মেধা যার রাজনীতি তার।