চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের সিদ্দিকী মানিকসহ ৩ জনকে ৩ দিনের রিমান্ড ও বয়স বিবেচনায় ১ জনকে জেলগেটে ১ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মানিক চন্দ্র দাস এই আদেশ দেন। এর আগে চুয়াডাঙ্গা সদর থানায় আতিকুর রহমান উজ্জলের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিক মানিক, পরিচালক মাহমুদ সিদ্দিক রতন ও তাদের বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়।
একইসাথে সাতদিনের রিমান্ডের আবেদনও করে মামলার তদন্তকারী কর্মকর্তা। ওইদিন ছুটির দিন হওয়ায় আদালতের বিচারক ৪ জনকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এরপর মঙ্গলবার দুপুরে শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে ১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদসহ বিজ্ঞ বিচারক অপর ৩ জনকে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালিম হোসেন। তিনি বলেন, আসামি পক্ষ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আদিয়ান মার্ট এর নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী, ম্যানেজার মিনারুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এ সময় সিইও জুবাইর সিদ্দিকীর বাবার বয়স বিবেচনায় আবু বকর সিদ্দিককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।