আমি বিজয়ের বেশে এসেছি এদেশে
বঙ্গমায়ের কোলে
যেখানে মিশেছে হাজার তটিনী
ঢেউয়ের কোলাহলে।
নিশান উড়িয়ে বঙ্গভূমিতে
এসেছি বীরদর্পে,
হৃদয়ে আমার হাজার দংশন
কেটেছে কত সর্পে।
কত যে লাশ চোখের সামনে
যায়নি তাদের গোণা,
পড়েছিল হয়তো তাহাদের মাঝে
জোড়া মানিক সোনা।
শপথ করেছিলাম মাকে ছুঁয়ে
এদেশ করিবো মুক্ত,
অন্নতুলে দেব প্রতিটি মুখে
যাঁরা রয়েছে অভুক্ত।
যদি আবার যেতে হয় যুদ্ধে
খেতে হয় বুকে গুলি,
উৎস্বর্গ করিবো এ জীবন
দাও মাগো তোমার পদধূলি।
মেপ্র/আরজেএম