পদাতিক নাট্য সংসদের ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দলটির ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’ মঞ্চায়িত হবে। এছাড়াও এদিন বিকাল ৪টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার সংলগ্ন লবিতে নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়, নাটকের গান, নাটকের অংশ বিশেষ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে।
‘গুনজান বিবির পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। এতে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, আমানুজ্জামান, নুরুন্নাহার পাপিয়া, শাখাওয়াত হোসেন শিমুল, জয় ,ইকরাম, সালমান শুভ , ফরহাদ সুমন ,আবু নাসেম লিমন, মো. ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জিতু, পলাশ, জিয়া, জেনি, মৃত্তিকা, নাজমা ও শ্রেষ্ঠা।
নাটকটিতে পালা ছাড়াও কাওয়ালি, পুঁথিসহ অনেক লোকজ দিক তুলে ধরা হয়েছে। পদাতিক নাট্য সংসদ একটি থিয়েটার দল। যার কি-না বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান নাট্য প্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজি তিনি। দলটির এই নাটকটি—যা সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুনজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে।