মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সাঁকোপাড়ার মসজিদ থেকে শশ্মান ঘাট পর্যন্ত মাটির সড়কের পাশে বালি উত্তোলন করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এ অবস্থায় ওই স্থানে বসবাসকারীরা সড়কটি মেরামতের দাবি তুলেছেন।
এনিয়ে সাঁকোপাড়ার লালন, শামিম, বারি, রফিকুল ইসলাম, মাহাতাব হোসেন, মারফত আলী, হাফিজুল, শাহানসহ অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষর দিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। আবেদনটি স্থানীয় আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু সুপারিশ করে স্বাক্ষর করেছেন।
লিখিত দাবীতে তারা জানান, আমঝুপির সাঁকোপাড়ার গ্রামবাসী দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর যাবৎ কাজলা নদীর পাশের আমঝুপি নীলকুঠি থেকে শশ্মান ঘাট পর্যন্ত সড়কটি স্থাণীয়রা ব্যবহার করেন। সড়কদিয়ে আবাদী ফসল, জনসাধারণের চলাচল ও হিন্দু সম্প্রদায়ের লোকজন মরদেহ দাহ করার জন্য শ^সান ঘাটে নিতে ওই সড়কটি ব্যবহার করেন। সড়কের পাশে পুকুরেরর নামে বালি উত্তোলন করার জন্য সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনসাধারণনের চলাচল, আবাদী ফসল ঘরে তোলা, ও হিন্দুদের মরদেহ দাহ করার কাজে ব্যঘাত ঘটছে।
অভিযোগকারীদের মধ্যে মাজেদুজ্জামান ডাবলু জানান, কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী সাহাদুল মোল্লা ও তার ভাই আসাদুল মোল্লা বালি সড়কের পাশে বালি উত্তোলন করায় সড়কটি ভেঙে নস্ট হয়ে যায়। ওই সময় তাদের বাঁধা দিলেও তারা স্থানীয়দের কথা না শোনে বালি উত্তোলন করেছিলেন।