গবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে ও শিক্ষায় কমিউনিটির অংশ গ্রহনে সামাজিক প্লাটফরম কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠনও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে আমঝুপি মউকের হলরুমে গনসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় মানবউন্নয়ন কেন্দ্র মউক এ সভায় আয়োজন করে।
সমাজ সেবক আ: রকিব এর সভাপতিত্বে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের লক্ষ্যে ও উদ্দেশ্য তুলে ধরেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভায় সকলের সর্বসমতি ক্রমে অধ্যাপক সাইদুর রহমান কে সভাপতি, আ: রকিব ও আজগর আলী মাষ্টারকে সহসভাপতি কওে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন, ইউপি সদস্য আরিফ হোসেন, হাজী আজগর আলী মাষ্টার, রুহুল আমিন, আকতার হোসেন ও রেশমা খাতুন।
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর দায়-দায়িত্ব ও করণীয় বিষয়ে বিভিন্ন তথ্যমুলক আলোচনা করেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার রওশানা খাতুন।