বাংলাদেশের বিভিন্ন জেলাতে করোনাকালীন সময়ে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষন বেড়ে যাওয়ায় তার প্রতিবাদে যৌথভাবে মানববন্ধন করেছে মানব উন্নয়ন কেন্দ্র মউক ও জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।
গতকাল সোমবার সকাল ৯ টার দিকে আমঝুপি হাট সংলগ্ন মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে নারী নির্যাতন ও শিশু নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ব্যানার ফেসটুন ও প্লেকার্ড বহন করে।
মানব বন্ধনের সুচনা লগ্নে সারাদেশে ধর্ষনের ঘটনা প্রতিবাদ ও প্রতিরোধে আরো কার্যকরি ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
আরো পড়ুন:
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন করে ভিডিও: প্রধান আসামি বাদল গ্রেফতার
ধর্ষণের প্রতিবাদে গাংনীতে মানব বন্ধন