বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০ টার দিকে আমঝুপিতে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গণসাক্ষরতা অভিযান (CAMPE) ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) যৌথ ভাবে এই সভার আয়োজন করে। মউকের হলরুমে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আসাদুল ইসলাম।
এ সময় মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম র্কমসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: আনিছুর রহমান, বাংলাদেশ সরকারি প্রথমিক শিক্ষক এ্যাসেসিয়েশন জেলা সভাপতি নাজমুল হক লিটন, সাধারন সম্পাদক মো: আসাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা।
আলোচনায় আরো অংশ গ্রহন করেন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছ নবী, হাজী আজগর আলী মাস্টার, সমাজসেবক আব্দুর রকিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মানবাধীকার কর্মী সাদ আহম্মেদ। অনুষ্ঠানের আগে একটি র্যালী আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।