মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সেমবার ভোরে জাতীয় পতাকা উত্তোলন, র্যালীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, আরো উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুতয়ার রহমান ও সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, ইউপি সদস্য আলফাজ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মন্টু, ৮নং ওয়ার্ডের আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা মহাবুল হোসেন, জাকির হোসেন, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: মুজিবনগরে বিজয় দিবসের সকল কর্মসূচি বয়কট করেছে সাংবাদিকরা
র্যালী:
দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি নিয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্প অর্পন করেন। মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
আরো পড়ুন:মেহেরপুরে মহান বিজয় দিবস পালন শুরু
জাতীয় পতাকা উত্তোলন :
আমঝুপি ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহম্মদ আলি, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, এ আর বি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, আমঝুপি আলিম মাদরাসায় অধ্যক্ষ মাহবুব উল আলম, আমঝুপি বিএডিসি খামারে জিয়া উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনগুলো জাতীয় পতাকা উত্তোলন করে।