মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান স্বাধীনতা দিবস পালন করেছে।
সকাল সাড়ে ৬টায় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি বীর মুক্তিাযোদ্ধা মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ, আমঝুপি ইউনিয়ন কৃষকলগীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাবুল হক।
আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারি শিক্ষক হাফিজুজ্জামান।
সকাল ১০টার সময় ছাত্রীদের নিয়ে ২ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনকাহিনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
এ সময় সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারি প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক শরীফ উদ্দীন, আবুল হাসান, ফারাহ হোসেন লিটন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, রাফিউল ইসলাম, আসাদুল হক, আলহাজ¦, শাহেদা বানু, শাহনাজ খাতুন, নারগিস খাতুন, মোঃ রুবেল।
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আহম্মদ আলি ও সহকারী প্রধান শিক্ষক কামরুদ্দোজা পরাগ। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনকাহিনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহম্মদ আলী, সহকারী শিক্ষক মোঃ শরিফ, মোঃ আতিকুর রহমান, ফয়জুল কবির, স্বপন কুমার হালদার, মোঃ আনারুল ইসলাম, মোছাঃ মুসলিমা খাতুন। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী আনিকা।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসিতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ডাউল, তেল ও বীজ প্রক্রিয়াজাতকরণের উপপরিচালক জিয়াউর রহমান ও সিনিয়র পরিচালক ইকবাল হোসেন কন্ট্রার্ক্ট্রেগায়ার্স জোনের উপপরিচালক সঞ্জয় কুমার দেব নাথ, উপসহাকারী পরিচালক মোঃ আবু তাহের সর্দ্দার, উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ কাউছার আলী।
আমঝুপি গন্ধরাজপুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালেয় সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মোঃ কিতাব আলী। উপস্থিত ছিলেন সভাপতি মুজিবনগর সরকারী কলেজের প্রফেসর মোঃ জাহির হোসেন চঞ্চল, ওমর ফারুক লিটন।