মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রওশন আলী টোকনকে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজিয়া সিদ্দিকা সেতু এবং জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।