হরিহর নদী আছে
ছাট-বড় বিল আছে
পুকুর আছে ডোবা আছে
আমাদের মনিরামপুর।
ফুল আছে ফল আছে
পাখিদের গান আছে
আছে আরও সবুজ বন
আমাদের মনিরামপুর।
ধান আছে পাট আছে
খজুরের বন আছে
আছে রস গুড়
আমাদের মনিরামপুর।
স্কুল আছে কলেজ আছে
খলা করা মাঠ আছে
আছে মাদ্রাসা ভবন
আমাদের মনিরামপুর।
মুক্তিযোদ্ধা আছে
শহীদ মিনার আছে
আছে আকরাম মোড়
আমাদের মনিরামপুর।
ভাসমান সেতু আছে
পীরের ঢিবি,অচিন বৃক্ষ আছে
নীলকুঠি আছে জয়পুর
আমাদের মনিরামপুর।
ভালোবাসা প্রীতি আছে
মানুষের মায়া আছে
আছে নানা সামাজিক সংগঠন
আমাদের মনিরামপুর।