বাংলা আমার ভাষা
মিটায় মনের আশা
এই ভাষাতে কথা বলি
আমরা শ্রমিক চাষা।
মায়ের মুখের বুলি
কেমন করে ভুলি
জীবন থাকতে তা হবার নয়
বলি দু’হাত তুলি।
বিশ্বে আমরা পয়লা
কিছু আগাছা ময়লা
বুকের রক্ত ঝরাই ছিল
হৃদয় করে কয়লা।
আমরা ভালোবাসি
কাঁদা কিংবা হাসি
বুকে মুখে থাকে সদাই
রবে বারো মাসি।