কে ঝরালো বুকের রক্ত
আমার মানিক সোনার?
এতটা বড়ো শাস্তি কেন
কতটা স্বপ্ন বোনার?
স্বাধীন দেশে রক্তে কেন
ভেজানো লাগল ভূমি?
পুত্রকে বলতে না দেয়া
‘মা যে আমার তুমি?’
এই কোল করাতে খালি
জরুরি ছিল কী গুলির?
শেখাবে কি আমার দেশ
কী মানে সব বুলির?
কী-রকমের মা – হয়েছি
কাঁদতে পারছি না কেন?
চব্বিশের এ উপত্যকায়
কীসের আমি কেন?