দীর্ঘ বায়ান্ন বছর ধরে পথ চেয়ে বসে থাকি;
কেউ এলে দৌড়ে গিয়ে জানতে চাই তার কাছে,
পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মিটাতে পারবে কী?
যার অপেক্ষায় আছি, দুচোখ ভরা অশ্রু ঝরছে!
লোকে বলে স্বাধীনতা পাইছি,স্বাধীন হইছে দেশ
আমার খোকা আসেনি ফিরে! কোথায় রইল সে?
গমের আটায় রুটি বানিয়ে রাখছি শিঁকায় বেশ;
গরম গরম খাবি জলদি বাড়ি আয়, হাউসে!
আমার পরনের কাপড় ছিঁড়ে গেছে আটা নেই!
নাতি নাতনি বউ কী খাবে? শরীরও ভালো নয়
ঘরের চালের পঁচে গেছে খড়! জল ঝরে সেই!
তুই নাকি আসবে না? অনেকেই এমন কথা কয়!
তুই না এলে,আমাদের কী হবে রে? দুঃখের সংসার!