চোখের জল ফেলে প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক ও সহকারী শিক্ষক আবুল হাসেম।
বিদায়কালে শুধু এই দুই প্রবীণ শিক্ষকই নয় চোখের জল ফেললেন বিদ্যালয়ে প্রিয় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।
দুই প্রবীণ শিক্ষকের বিদায় যেনো সকলের মাঝে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। গতকাল রোববার দুপুরে গাংনীর ঐতিহ্যবাহী আর,বি,জি এম (রামনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক ও সহকারী শিক্ষক আবুল হাসেমের বিদায় অনুষ্ঠাণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আশরাফুল ইসলাম লাল্টু।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, সহকারী শিক্ষক শরীফুল ইসলাম, আব্দুল মান্নাফ, ইমরান হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক ২০ বছর ২ মাস ও সহকারী শিক্ষক আবুল হাসেম ২৬ বছর তার শিক্ষকতা পেশা ছেড়ে সাম্প্রতিক সময়ে অবসর গ্রহণ করেছেন।
পরে বিকালের দিকে আনন্দঘণ পরিবেশে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম ও ইউসুব আলীর যৌথ সঞ্চালনায়-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ান আ.লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ভবানীপুর পুলিশ ক্যাম্পের এএসআই আশরাফুল ইসলামসহ গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সঙগীত পরিবেশন করেন শিল্পী রোজিবুল ইসলাম, সোনিয়া খাতুন, চাঁদনী খাতুন, পাভেল বিন সিদ্দীক, সাংবাদিক জুলফিকার আলী কানন ও পুলিশের উপপরিদর্শক (এসআই) লালন হোসেন।