আলমডাঙ্গা উপজেলা সার বিজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপ-সহকারি কৃষি অফিসার , মৎস্য কর্মকর্তা আশরাফুল আলম, আব্দুর রফিক, কৃষি সম্প্রসারন অফিসার এ জেড এম ওবায়দুল্লাহ, কমিটির সদস্য আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, সার ব্যাসায়ি হাজী রফিক মিয়া, হাজী হারুনার রশিদ, হাজী জনিরুদ্দিন, বীজ ডিলার শেখ আব্দুল জব্বার, দেলোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন নাহিদ হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন বর্তমান সরকার কৃষকের জন্য সার উন্মুক্ত করে দিয়েছে। আপনারা সার নিয়ে কেউ দুর্নিতি করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। একজন ডিলার অন্যউপজেলার মানুষের কাছে বেশি মুল্যে সার বিক্রয় করলে সেই সার কৃষি অফিসের কর্মকর্তা আটক করে নিয়ে আসে,পরে নির্বাহী অফিসারের নির্দেশে কৃষি অফিসার রেহানা পারভীন জব্দ করে।
সভায় জব্দকৃত সার বিক্রয় করে সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেন নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।