আলমডাঙ্গার নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, আলমডাঙ্গা সহকারি কমিশনার ভূমি হুমায়ুন কবির, আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী এলজিইডিআব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা উপজেলা সার্ভেয়ার আবু সালেহ, নাগদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, মুন্সিগঞ্জ ফাঁড়ী পুলিশের আইসি এসআই আছের আলী, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা খাইরুল কবির, নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনান্দ কুমার শীল, সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন প্রমূখ।