আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু।
এ সময় প্রধান অতিথি বলেন, আমি হাসান কাদীর গনু একজন ব্যক্তি, কিন্তু নৌকা আমাদের সকলের। দলীয় নেন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন, আমি নেন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমার নেতা সোলায়মান হক জোয়ার্দার ছেলেন এপির কাছে কৃতজ্ঞ এবং আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সকল নেতা কর্মীর কাছেও আমি কৃতজ্ঞ। আমি মনে করি আমরা যে কয়জন দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, তারা সকলেই মনোনয়ন পাওয়ার যোগ্য।
তবুও দলীয় মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছে, আশা করি আপনারা সকলেই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ১৪ ফেব্রুয়ারির পৌর সভা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারি, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম-সম্পাদক কাজী রবিউল হক, সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, পৌর যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সহ-সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, আমিনুল হক মোল্লা, সিরাজুল ইসলাম, রেজাউল হক তবা, মজিবুল হক, মহিদুল ইসলাম মুহিদ, উৎপল, দ্বীনেস কুমার বিশ্বাস, পরিমল কুমার, জাহাঙ্গীর আলম, শহিদুল হক মোল্লা, শাফায়েতুল্লা, কামাল হোসেন, সোনা উল্লা, পৌর ছাত্র লীগের সভাপতি নয়ন সরকার, শাহিন, সাকিব, অটলসহ সকল ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।