আলমডাঙ্গায় মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর মনোয়ারা খাতুনের মহৎ উদ্যোগ। সদ্য নির্মিত পৌর এলাকার এক্সচেঞ্জ পাড়া টু হিজরা পাড়ার নির্মিত পানি সাপ্লাইয়ের কাজ চলছে।
ইতো মধ্যে পৌরসভার উদ্যোগে বিএম ডাব্লিউ রাস্তার ইট উত্তোলন করা হয়েছে। এ ইট স্থানীয়রা বাড়িতে নিয়ে গোপনে রেখে দেয়।
এরই কারণে পূণরায় রাস্তায় ইট ব্যবহার করতে গেলে ইট খুজে না পেলে মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু মিয়ার সাথে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে।
মহিলা কাউন্সিলর ও স্থানীয় যুবকদের সহযোগিতায় স্থানীয়দের লুকিয়ে রাখা ইট খুঁজে সংরক্ষণ করে। আবারো অবশিষ্ট ইট গুলো পূণরায় রাস্তার কাজে ব্যবহার করা হয়।
এমন উদ্যোগের পাশাপাশি মহিলা সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা খাতুন দুস্ত পরিবারের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক প্রশংসিত হয়েছে।