আলমডাঙ্গার কালিদাসপুর থেকে ইয়াবাসহ ১৯০ পিস ইয়াবাসহ পিয়াস (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
গত সোমবার দুপুরে উপজেলার কালিদাসপুর গ্রাম থেকে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পিয়াস আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের আবু তাহেরের ছেলে ।
জানাগেছে, পিয়স দীর্ঘদিন গোপনে ইয়াবার ব্যবসা করে। পুলিশি অভিযান পরিচালনা করা হলেও সে ধরা ছোঁয়ার বাইরে থাকে।
সোমবার দুপুরে কালিদাসপুর উত্তরপাড়ায় র্যাব-৬ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। নাজমুল মিয়ার দোকানে র্যাবের গাড়ি পৌঁছালে র্যাব দেখে দৌড়ে পালানোর চেষ্ঠা করে পিয়াস। র্যাব তাদের দৌড়ে ধরে।
পরে তার শরীর তল্লাশি করে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এঘটনায় মাদক দ্রব্য আইনে পিয়াসের বিরুদ্ধে মামলা হয়েছে।