আলমডাঙ্গা উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।
রবিবার সন্ধ্যা ৭ টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়ক কুলপালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) নজরুল ইসলাম (৪২) ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান (৪৫)। তবে তাৎক্ষণিক আহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওসিএলএসডি নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ার মৃত ইউনুস শেখের ছেলে। খাদ্য অফিসের এএসআই সাইদুর রহমানের বাড়ি মেহেরপুর শহরে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭ টায় মেহেরপুর থেকে দ্রূত গতিতে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এসময় মাইক্রোবাসটির একটি চাকা পাঙচার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা ফায়ারসার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছাই।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।