আলমডাঙ্গার খাসকররায় স্থানীয়দের সহযোগীতায় নির্মাণ করা হচ্ছে পুলিশ ফাঁড়ি। দীর্ঘদিন অস্থায়ী পুলিশ ফাঁড়ি না থাকার কারণে ছোট খাটো ঘটনা এড়াতে এমন প্রশাসনিক নিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে এলাকাবাসী উদ্যোগ গ্রহন করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন প্রত্যন্তঞ্চল হিসাবে খ্যাতি। আলমডাঙ্গা শহর হতে প্রায় ১৫ কি:মি দুরত্ব। ইউনিয়নের ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু ও আলমডাঙ্গা খাসকররা ইউনিয়ন অবস্থিত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি রয়েছে।
তবুও খাসকররা বাজার অত্যান্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বাজার ও স্কুল কলেজের নিরাপত্তার কারণে আবারো স্থানীয়দের সহযোগীতায় গড়ে তোলা হচ্ছে পুলিশ ফাঁড়ি।
এমন উদ্যোগে গ্রহণ করেছে খাসকররা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তাফসির আহমেদ লাল। তিনি জানান, আলমডাঙ্গা শহর হতে খাসকররা বাজারের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
যে কোন ঘটনা এড়াতে পুলিশের ভূমিকা গুরুত্ব বহন করে। এই এলাকায় কোন ধরণে সহিংসতা কিংবা অপরাধ মূলক কর্মকান্ড যেনো না হয় সে কারণে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে।
নির্মিত পুলিশ ফাঁড়ির কাজ পরিদর্শন করে চুয়াডাঙ্গা জেলার এসপি জাহিদুল ইসলাম। তিনি বলেন, দুর্গম এই অঞ্চলে প্রশাসনিক নিরাপত্তার জন্য নির্মাণ করা হচ্ছে ক্যাম্পটি। যা এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সুবিধা হবে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম, পরিদর্শক (ওসি) অপারেশন একরামুল হক, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ লাল।