দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগান নিয়ে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টার দিকে জেহালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের ফুটবল মাঠে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সমাবেশে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সার্বক্ষণিক আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। দিনের সাথে পাল্টে গেছে পুলিশের ভূমিকা। একটি সময় ছিলো পুলিশের নিকট জনগণ যেতে হতো বর্তমানে পুলিশ জনগণের দৌড়গোড়ায় পৌছাই গেছে।
একটি সময় ছিলো এ আলমডাঙ্গা উপজেলায় মাদক ও সন্ত্রাসের অভায়রণ্য। পুলিশের তৎপরতায় সন্ত্রাসী নেই বললেই চলে। তবে, মাদক সেবীদের সেই অভায়রণ্য আজ বিলুপ্তির পথে। জেলা পুলিশ সার্বক্ষণিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছে।
তিনি আরো বলেন, কেউ অপরাধ করে পালিয়ে থাকতে পারবে না। আপনারা যে কোন অপরাধ মূলক ঘটনা জানতে পারলে সরাসরি আমাকে জানাবেন। পুলিশ মানুষের বন্ধু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি অপারেশন একরামুল হোসেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান সিলন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস রহমান প্রমূখ।