আলমডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে ভোর রাতে কলার কাঁদি চুরি করতে এসে টিটু মন্ডল নামের এক ব্যক্তি এলাকাবাসীর কাছে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে।
আজ শনিবার দিবাগত ভোর ৫ টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার ওই ব্যাক্তি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার তৈলটুপি গ্রামের বসরত মন্ডলের ছেলে টিটু মন্ডল (৩৭)। পরে আলমডাঙ্গা থানাপুলিশের নিকট তুলে দেয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত ভোরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিল। এসময় অজ্ঞাত ব্যক্তিকে বিভিন্ন জমির কলার কাঁদি কাটতে দেখতে পায়। তার পরিচয় জানতে চাইলে, প্রথমে সে পাশ্ববর্তী গ্রাম বকসিপুর গ্রামে বাড়ি বলে দাবি করেন। পূণরায় ওই ব্যাক্তি ভ্যান যোগে চুরিকৃত কলার কাঁদি নিয়ে যাবার সময় এলাকার আরো কয়েকজন কৃষক বাড়ি জানতে চাইলে সে হরিণাকুন্ডু থানার তৈলটুপি গ্রামে জানায়। এলাকাবাসীর সন্দেহ হয়, পরে তাকে নিয়ে আসে মাধবপুর মক্তব প্রাঙ্গণে। তাদের জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন জমি থেকে কলার কাঁদি গুলো চুরি করেছে বলে স্বীকার করে। পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট তুলে দেয়।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মারজাহান জানায়, মাধবপুর-বকসিপুর মাঠে কলা চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী । খবর পেয়ে ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। চুরিকৃত ছোট-বড় ৩৪ টি কলার কাঁদি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।