আলমডাঙ্গায় অপতিরোধ্য বাংলাদেশ গড়ায় কারিগরি শিক্ষার ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি বিদ্যালয়ের হলরুমে।
সেমিনারে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান সম্পাদক আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।
তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক অবস্থায় ছেলেদেরকে কারিগরি শিক্ষা দিয়ে স্কিল লেবার তৈরি করতে হবে। যারা বিভিন্ন দেশে আনস্কিল লেবার হিসেবে কাজ করছেন তারা খুবই সমস্যার মধ্যে পড়ে। তাই আমি অনুরোধ করছি তোমরা সকলে কারিগরি শিক্ষায় শিক্ষিত হও। তবে শুধু সনদ পত্র নিয়ে কোন লাভ হবে না, যদি কাজ না শেখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরিক্ষা দেবে ঠিকমত লেখাপড়া করে এসে, এখানে কোন রকম নকল করা চলবে না, শিক্ষকদেরও বলছি, আপারাও পড়া শোনা করেন, না হলে ওদের শিক্ষা দেবেন কি ভাবে। শুধু সনদে যেমন কাজ হবেনা, হাতে কলমে কাজ শিখতে হবে, তেমন কাজ শিখলেই চলবেনা সনদও লাগবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সিকদার আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, আইডিইবি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইফতেখার উদ্দিন, আলমডাঙ্গা প্রাইম পলেটেকনিক কলেজের পরিচালক ইদ্রিস আলী খান, আলিম মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক হারুনার রশিদ, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন।
প্রাইম পলেটেকনিকের শিক্ষক শামিম উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।